বাংলাদেশের নওগাঁ জেলার নিরামপুরের সি আর আই তরুণ-তরুণী উন্নয়ন ক্লাবের শ্রী বরুণ কুমার (চাঁদ) লিখেছেন, আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র । আমি আমাদের গ্রামে বহু কষ্ট করে সি আর আই তরুণ তরুণী উন্নয়ন ক্লাব তৈরী করেছি আমাদের ক্লাবের মোট ২৮জন সদস্য আছে আপনারা যদি ছোট ভায়ের মতো দেখে অতি শীঘ্রই ফেরত্ খাম সহ অনুষ্ঠানের সময়সূচি, রেজিস্ট্রার, আমি তুমি সে পত্রিকা ও জ্ঞানযাচাই প্রশ্নমালা পাঠান, তাহলে আমাদের ক্লাবের সদস্যরা খুব খুশি হবে। আমাদের ক্লাবের কর্মকান্ড বেশ ভালো চলছে।
আমাদের ক্লাবে সপ্তাহে দুই বার মিলিত হয় এবং মতামত আদানপ্রদান করি।
বাংলাদেশের নওগাঁ জেলার চকিলাম গ্রামের এ এন এম আফজাল হোসেন তাঁদের ক্লাবের কিছু তথ্য দিলেন। তিনি লিখেছেন, আমার পুরাতন শ্রোতা সংঘ "সীমান্ত শ্রোতা সংঘ" আবার নতুন উদ্যোগে চালু করতে যাচ্ছি। সেই লক্ষ্যে গত বছর ২১শে সেপ্টেম্বর শ্রোতা সংঘের একটি সাধারণ অধিবেশ ডাকা হয়। অধিবেশনে প্রায় ৮৫ জন সদস্য ও ১৮ জন অতিথি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক প্রকৌশলী ফিজার আহম্মেদ ঈদুন। উপস্থিত ছিলেন বিশ্ব বেতার শ্রোতা সংঘ খরমপুরের সভাপতি ডাঃ মঈন উদ্দীন ও সি আর আই এর আমন্ত্রণে ৮০ দশকে চীন ভ্রমণকারী পত্মীতলার কেশবপুর শ্রোতা সংঘের সভাপতি জনাব ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন জনাব ফরহাদ হোসেন। শ্রোতা সংঘের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ডাঃ মঈন উদ্দীন।
হ্যাঁ বন্ধু আফজাল , শ্রোতা সংঘের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের পাওয়া শ্রোতার চিঠির সংখ্যাও বাড়ছে। বুঝা যায়, শ্রোতা সংঘগুলো এর সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ আন্তরিক প্রচেষ্টার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
|