চীন ও কেনিয়া ১৯ আগস্ট পেইচিংয়ে যৌথ ইস্তাহার প্রকাশ করেছে। দু'পক্ষ সমস্বরে রাজি হয়েছে যে , দু'দেশ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো গভীর করবে, উচ্চপর্যায়ের আদান-প্রদান ও রাজনৈতিক আলোচনা জোরদার করবে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার কাঠামোতে পারস্পরিক সমঝোতা বাড়াবে।
ইস্তাহারে বলা হয়েছে, দু'পক্ষ নিজ দেশের সার্বভৌমত্ব এবং ভূখন্ডের অখন্ডতার সমস্যায় সহযোগিতা এবং পরস্পরকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। চীন পক্ষ আইনগত প্রশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কেনিয়ার প্রয়াসকে সমর্থন করবে। কেনিয়া পক্ষ আরেক বার ঘোষণা করেছে, পৃথিবীতে কেবল একটাই চীন আছে, চীন গণ প্রজাতন্ত্রের সরকার হচ্ছে সারা চীনের একমাত্র বৈধ সরকার। তাইওয়ান হচ্ছে চীনের ভূখন্ডের এক অবিচ্ছেদ্য অংশ। কেনিয়া সরকার যে কোন ধরনের "স্বাধীন তাইওয়ানের" বিরোধিতা করে, দেশের পুনরেকত্রীকরণের জন্য চীন পক্ষের প্রয়াসকে সমর্থন করে।
ইস্তাহারে বলা হয়েছে, চীন ও কেনিয়ার অর্থনৈতিক সহযোগিতার বিরাট সুপ্ত শক্তি আছে। দু'দেশ সমতা ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে বাণিজ্য, পুঁজিবিনিয়োগ, বুনিয়াদী ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
|