শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটির দায়িত্বশীল ব্যক্তি হাগরুপ হৌকলান্ড ১৯ আগস্ট কলম্বোয় বলেছেন, সরকার বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থা যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখা এবং শ্রীলংকা সরকারের সঙ্গে বৈঠক করার বিষয় বিবেচনা করেছে।
তিনি বলেছেন, দু'পক্ষের বৈঠকের আলোচ্যবিষয় হলো যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে কার্যকরী করার উপায় এবং চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যা পরামর্শের মাধ্যমে সমাধান করা। তিনি আরো বলেছেন, দু'পক্ষ বৈঠকের সময়সূচী নিয়ে পরামর্শ করছে।
|