v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Apr 10th   2025 
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-19 18:55:28    
২১ আগস্ট

cri
** ১৯৬৪ সালের ২১ আগস্ট পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ফোরাম অনুষ্ঠিত হয়েছে।

 এশিয়া, আফ্রিকা, লাটিন আমেরিকা এবং ওশেনিয়ার ৪৪টি দেশ আর অঞ্চলের ৩৬৭ জন বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থিত ছিলেন। অধিবেশনটি ৩১ আগস্ট সমাপ্ত হয়েছে।

** ১৯৩৭ সালের ২১ আগস্ট চীন ও সোভিয়েট ইউনিয়নের "পারস্পরিক অনাক্রমণ চুক্তি" স্বাক্ষর

 ১৯৩৭ সালের ২১ আগস্ট চীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ছুং হুই এবং চীনে নিযুক্ত সোভিয়েট ইউনিয়নের রাষ্ট্রদূত নিজ দেশের সরকারের প্রতিনিধি হিসেবে চীন ও সোভিয়েট ইউনিয়নের "পারস্পরিক অনাক্রমণ চুক্তি" স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, চুক্তি স্বাক্ষরকারী দু'পক্ষ "যুক্তের মাধ্যমে আন্তর্জাতিক বিবাদ সমাধানের উপায়কে নিন্দা করে", "এককভাবে বা অন্য কোন দেশের সঙ্গে পরস্পরকে কোন আগ্রাসন করতে পারে না"। এই চুক্তিতে আরো লিপিবদ্ধ করা হয়েছে, "চুক্তির স্বাক্ষরকারী কোন এক পক্ষ চুক্তির বাইরে এক বা কয়েকটি দেশের আগ্রাসনের শিকার হলে অন্য স্বাক্ষরকারী দেশ সংঘর্ষ চলাকালে এই তৃতীয় দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সাহায্য দিবে না। আগ্রাসী দেশ চুক্তি স্বাক্ষরকারী দেশের উপর আগ্রাসনের প্রতিকূল কাজ করার সুবিধার জন্য কোন তত্পরতা করতে পারবে না , বা চুক্তি স্বাক্ষর করতে পারবে না।

** ১৯৪০ সালের ২১ আগস্ট ট্রোটস্কি মেক্সিকো শহরে নিহত হন

 ট্রোটস্কির (১৮৭৯---১৯৪০) পুরো নাম লেভ দাভিদোভিচ ব্রোনস্টিন। তিনি সোভিয়েট ইউনিয়নের বিপ্লবী সামরিক কমিটির চেয়ারম্যান ছিলেন। লেনিনবাদীদের আক্রমণ করে এক পার্টি-বিরোধী ইউনিয়ন সংগঠন করার ফলে তাঁর পার্টির সদস্য পদ বাতিল করা হয়েছে এবং দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

** ১৯৪৩ সালের ২১ আগস্ট ডেনমার্কের লেখক হানরিক পোনটোপিদান মৃত্যুবরণ করেন। তিনি ১৯১৭ সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন।

** ১৯৪৪ সালের ২১ আগস্ট দুমবার্টোন ওক বাগান সম্মেলনের উদ্বোধন

 দ্বিতীয় বিশ্ব যুদ্ধ হওয়ার পর এক আন্তর্জাতিক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ইউনিয়নের কেবল একটি নাম হয়েছে। আলোচনার মাধ্যমে চীন, সোভিয়েট ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ১৯৪৪ সালের ২১ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উপকন্ঠের জর্জ নগরের দুমবার্টোন ওক বাগান ভবনে এক সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে ব্যাপক প্রতিনিধিত্বকারী এক আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে , এবং এই সংস্থার নাম "জাতি সংঘ" রাখার প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবে জাতি সংঘের উদ্দেশ্য এবং মৌলিক নীতি, জাতি সংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সচিবালয় প্রভৃতি প্রধান সংস্থার সাংগঠনিক অধিকার এবং কর্তব্য , আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা করা সংক্রান্ত নানা বন্দোবস্ত লিপিবদ্ধ করা হয়েছে। এই প্রস্তাবটি ১৯৪৫ সালে সান ফ্রানসিস্কো সম্মেলনে দাখিল করা "জাতি সংঘের সনদের" ভিত্তিতে পরিণত হয়েছে।

** ১৯৮৩ সালের ২১ আগস্ট ফিলিপাইনের বিরোধী দলের নেতা আকিনো যুক্তরাষ্ট্রে তিন বছর আশ্রয় নেয়ার পর ম্যানিলায় পৌঁছানোর দিনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

** ১৬০৯ সালের ২১ আগস্ট ইতালির বিজ্ঞানী গালিলিও গালিলেই মানব জাতির ইতিহাসে প্রথম দূরবীক্ষণ যন্ত্র প্রদর্শন করেন।

** ১৯৫৯ সালের ২১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডভিয়েট ডেভিড এসেনহাওয়ার দুটি পার্টির সদস্যদের উপস্থিতিতে হোয়াইট হাউসের উদযাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, প্রশান্ত মহাসাগরের স্বর্গবলে খ্যাত হাওয়াই এবং তার ৮টি দ্বীপ ও আশেপাশের অনেক ছোট দ্বীপ সহ প্রবাল সৈকত , রঙ্গিন উদ্ভিদ এবং আগ্নেয়গিরি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্যে পরিণত হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China