গাজার ইহুদি আবাসিক এলাকা থেকে ইস্রাইলের একতরফা কার্যক্রম পরিকল্পনা সুষ্ঠুভাবে চলছে । ১৯ আগস্ট ভোর পর্যন্ত ২১টি ইহুদি আবাসিক এলাকার মধ্যে ১৭টি থেকে প্রত্যাহার সম্পন্ন হয়েছে , সরিয়ে নেয়া মানুষের সংখ্যা যাবতীয় বসতি বাসীর ৮০ শতাংশ ।
জানা গেছে , বাকি ইহুদি বাসিন্দারা ইস্রাইলী বাহিনীর সঙ্গে প্রত্যাহার চুক্তি স্বাক্ষর করেছে । অনুমান করা যায় আগামী কয়েক দিনের মধ্যে তারা অপসরণ ।
১৮ আগস্ট ইস্রাইলী তথ্য মাধ্যমের একটি জনমত জরিপে থেকে বলা হয়েছে , আধিকাংশ ইস্রাইলী একতরফা পরিকল্পনা সমর্থন করে ।
|