১৮ আগস্ট জাতি সংঘের মহাসচিব কোফি আনান একটি বিবৃতিতে ইসরাইল ও ফিলিস্তিন ইসরাইলের একপক্ষীয় তত্পরতা সৃষ্ট সুযোগে আবার মধ্য-প্রাচ্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।
১৭ আগস্ট কোফি আনান ইসরাইলের ইহুদীদের গুলিতে তিনজন ফিলিস্তিনী নিহত হওয়ার ঘটনার নিন্দা করেছেন। তিনি আশা করেন, ইসরাইলের একপক্ষীয় তত্পরতা বাস্তবায়নের সময়ে, ইসরাইল ও ফিলিস্তিন সংযম বজায় রাখবে, ইসরাইল গাজা থেকে সরে যাওয়ার পর ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থা এই অঞ্চলে আইন মোতাবেক শাসন প্রবর্তন করবে, যাতে শান্তি ও নিরাপত্তা অন্বেষণ করার সংকল্প দেখিয়ে দেয়া যায়।
|