v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-19 14:25:02    
কৃষক ও কৃষির উন্নয়নে ১০ হাজার বিশেষ কম্পিউটার

cri
গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল তথ্যায়নের দিক থেকে ব্যবধান কমানোর জন্য সম্প্রতি পেইচিংয়ের কৃষকদের ব্যবহারের জন্য প্রথম " পেন্টিয়াম চার " বিশেষ কম্পিউটার তৈরী হয়েছে।

পেইচিং টেলি সূত্রে জানা গেছে, এই কম্পিউটারে কৃষকদের জন্য আট সেট বিশেষ সফটওয়্যার লাগানো হয়েছে এবং সম্প্রতি তা পেইচিংয়ের গ্রামে চালু হয়েছে।অনুমান করা যায়, এবছরের শেষ দিকে এই ধরনের মোট ১০ হাজারেও বেশি কৃষকদের ঘরে ঘরে কম্পিউটার ব্যবহার করা হবে।

পেইচিং শহরের বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন গ্রামের তথ্য উন্নয়নের অবস্থা তদন্ত করার সময়ে লক্ষ্য করেছে যে, বর্তমানে পেইচিং উপকন্ঠের কৃষকদের আয় স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। গ্রামে কম্পিউটারায়নের ক্ষেত্রে অতীতের সমস্যা ছিল " কেনার সামর্থ্য আছে কিনা " বর্তমান সমস্যা হচ্ছে " তা গ্রামে ব্যবহার করা যায় কি না " । পেইচিং শহরের বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন ৬০ লক্ষ ইউয়ান বরাদ্দ করে পেইচিং সফটওয়্যার ও তথ্য পরিসেবা জোরদার কেন্দ্র ইত্যাদি ১৬টি সংস্থার মাধ্যমে শুধু ১০০ দিনের মধ্যেই এই ধরনের কম্পিউটার তৈরী করেছে।

এই কম্পিউটারের " কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বকোষের " অন্তর্ভুক্ত রয়েছে গম, ইত্যাদি খাদ্যশস্য সবজি , ফুল , জলজ দ্রব্য ইত্যাদি বিষয়ক প্রযুক্তি সব দেখা যায়। কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ সিস্টেমে বৈচিত্র্যময় বিষয়বস্তু থাকে। এসব বিষয়বস্তু ছায়াছবি, চিত্র এবং প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। " কৃষিজমি সংরক্ষণের মৌলিক নিয়মবিধি " ইত্যাদি ২৫টি " কৃষি সংক্রান্ত আইন " এই " বিশ্বকোষে" অন্তর্ভুক্ত রয়েছে ।

আরো জানা গেছে, " ছাংফেং কৃষি সংস্করণ" কম্পিউটার হচ্ছে চীনের বাজারে প্রথম কৃষি-বিষয়ক সফট-ওয়্যার-সম্পন্ন কম্পিউটার। বিভিন্ন নীতির সমর্থনের কল্যাণে এই কম্পিউটার অনুরুপ ধরনের কম্পিউটারের চেয়ে এক হাজার ইউয়ানেরও বেশি সস্তা ।