v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-19 14:14:52    
১৯ আগস্ট

cri
** ১৯৫১ সালের আগস্ট মাসের ১৯ তারিখে প্রথমবার সোভিয়েত ইউনিয়নে ৩৭৫জন চীনা ছাত্রছাত্রী পড়ালেখা করতে যায়। এদের মধ্যে ১৩৬ জন স্নাতকোত্তর ।

** ১৯৬৬ সালের আগস্ট মাসের ১৯ তারিখ " সাংস্কৃতিক বিপ্লব" শুরু হওয়ার পর, চিয়াংছিং প্রমূখ ব্যক্তিদের উস্কানিতে পেইচিংয়ে একটি অভূতপূর্ব " চার পুরাতন ভেঙ্গে দেওয়া " নামক অভিযান হয়। সমগ্র চীনব্যাপী এ অভিযানে খুব খারাপ ফল হয়।

** ১৯৮৩ সালের আগস্ট মাসের ১৯ তারিখে চীন একটি বৈজ্ঞানিক পরীক্ষার উপগ্রহ সাফল্যের সঙ্গে উত্ক্ষেপণ করেন, এবং আবার পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ফিরিয়ে আনা হয়েছে।

** ১৯৯৬ সালের আগস্ট মাসের ১৯ তারিখে চীন-নাইজার কূটনৈতিক সম্পর্ক আবার প্রতিষ্ঠিত হয়

নাইজার আফ্রিকার মধ্য-পশ্চিমে এবং সাহারা মরুভূমির দক্ষিণ দিকে অবস্থিত। তার আয়তন ১২ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। সরকারী ভাষা হচ্ছে ফরাসী । সাধারণ মানুষ হাউসা ভাষা ব্যবহার করেন। ৯৮ শতাংশ অধিবাসী ইসলাম ধর্মের অনুসারী। রাজধানী হচ্ছে নিয়ামী। জাতিসংঘ প্রকাশিত বিশ্বে সবচেয়ে পশ্চাত্পদ দেশের অন্যতম। অর্থনীতি কৃষি নির্ভর, ৮৫ শতাংশ লোক কৃষি কাজ করেন। প্রধান কৃষিজাত দ্রব্য হচ্ছে মিল্লেট, সোরগম, ধান, বিন, তূলা ইত্যাদি। শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তি দুর্বল। প্রধানত বিদ্যুত, বস্ত্রজাত দ্রব্য, খনি শিল্প, কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, স্থাপত্য ইত্যাদি বিষয়ক শিল্প আছে। ১৯৭৪ সালের জুলাই মাসের ২০ তারিখে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯২ সালের জুলাই মাসের ৩০ তারিখে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ১৯৯৬ সালের আগস্ট মাসের ১৯ তারিখে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়।

** ১৮১৯ সালের আগস্ট মাসের ১৯ তারিখে ব্রিটেনের বিখ্যাত আবিষ্কারক ওয়াট নিজ বাড়িতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ওয়াট (১৭৩৬-১৮১৯) শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের একজন কর্মকর্তা ছিলেন। ১৭৮৪ সালে ব্রিটেনে তাঁর প্রথম বাষ্পীয় ইন্জিনচালিত বস্ত্রজাতকারখানা স্থাপন করার পর বাষ্পীয় ইঞ্জিন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, এবং প্রযুক্তি বিপ্লব হয়েছে। তাঁর সাফল্যকে স্মরণ করার জন্য পদার্থবিদ্যায় তাঁর নামে "ওয়াট" ক্যাপ্যাসিটি ব্যবহার করা হচ্ছে।

** ১৯১৯ সালের আগস্ট মাসের ১৯ তারিখে আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্বাধীন হয়েছে, রাজধানি হচ্ছে কাবুল ।

** ১৯০৫ সালের আগস্ট মাসের ১৯ তারিখে রাশিয়ার জার সম্রাট দ্বিতীয় নিকোলাই দুমা প্রতিষ্ঠিত করেছে।

** ১৯১৫ সালের আগস্ট মাসের ১৯ তারিখে "হলিউডের প্রথম ফার্স্ট লেডি" বোমানের জন্ম

১৯১৫ সালের অগাস্ট মাসের ১৯ তারিখে বোমান সুইডেনের রাজধানি স্টকহোমে জন্ম গ্রহণ করেন। মাত্র ৩ বছর বয়সে তাঁর মা মারা যান, ১৩ বছর বয়সে তাঁর বাবাও মারা যান। নিজের সহজাত শৈল্পিক গুণের জন্য সিনেমা জগতে যান। গত শতাব্দির ৪০-এর দশক ছিল তাঁর স্বর্ণযুগ। তিনি বহু বিখ্যাত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং " তেলের প্রদীপ সিনেমায়" ১৭তম অস্কার সিনেমার রানী পুরষ্কার লাভ করেছেন। ১৯৫৭ সালে আবার " খাঁটি নাকি মেকি রাজকুমারী" ছবিতে দ্বিতীয় অস্কার শ্রেষ্ঠ নায়িকা পুরষ্কার পান। তাঁর চল্লিশাধিক বছরের রুপালী পর্দার জীবনে তিনি অনেক কষ্ট ভোগ করেছেন। " প্রাচ্যের এক্সপ্রেস হত্যাকান্ড" ছবিতে তিনি অস্কার শ্রেষ্ঠ পার্শ্ব-নায়িকা পুরষ্কার পান।এ সময় তিনি বিনয়ী ও উদার বলে " সত্যিকারের শিল্পী" হয়েছেন। ১৯৮২ সালের আগস্ট মাসের ২৯ তারিখে ৬৭ বছর বয়সে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মারা যান।