পররাষ্ট্র মন্ত্রী কাদিরগামার আততায়ীর গুলিতে নিহত হবার পর শ্রীলংকা সরকার জরুরী অবস্থা চালু হওয়ার যে শুরু করেছে , ১৮ তারিখ অনুষ্ঠিত শ্রীলংকা সংসদের বিশেষ অধিবেশনে তা অনুমোদিত হয়েছে ।
একই দিন শ্রীলংকার প্রেসিডেন্ট কুমারাতুংগার অনুরোধে অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনে শ্রীলংকার বৃহত্তম বিরোধী পার্টি-ইউনাইটেড ন্যাশনাল পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই প্রস্তাবের স্বপক্ষে ভোট দিয়েছে । শুধু তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থাপন্থী -তামিল ন্যাশনাল এলাইয়েন্স এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ।
অন্য খবরে প্রকাশ , শ্রীলংকা সরকার একই দিন এই মত প্রকাশ করেছে যে , কাদিরগামা আততায়ীর গুলিতে নিহত হবার দরুণ সরকার এল টি টি ই'র সংগে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি প্রটোকলের পুনঃপর্যালোচনা করার আদেশ দিয়েছে ।
|