চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৮ আগস্ট পেইচিংয়ে আলাদা আলাদাভাবে কেনিয়ার প্রেসিডেন্ট মওয়ায় কিবেকির সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষের নেতারা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘকালীন স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার আশা প্রকাশ করেছেন।
সাক্ষাত্কালে উ পাং কুও বলেছেন, চীন কেনিয়ার সঙ্গে সম্পর্কের উপর গুরুত্ব দেয়, কেনিয়ার সঙ্গে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। তিনি বলেছেন, চীনের জাতীয় গণ কংগ্রেস কেনিয়ার জাতীয় সংসদের সঙ্গে বিভিন্ন স্তরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান গভীর করতে, বহুপাক্ষিক সংসদ সংস্থায় আলোচনা এবং সহযোগিতা জোরদার করতে চায়।
একই দিন ওয়েন চিয়া পাওও কিবাকির সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ অব্যাহতভাবে দু'দেশের মৈত্রী এবং সহযোগিতা জোরদার করা, চীন ও আফ্রিকার সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা, মিলিতভাবে উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ রক্ষা করার আশা প্রকাশ করেছে।
|