ফরাসী বৈদেশিক বাণিজ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা ম্যাদাম ক্রিস্টিন লাগার্ড ১৭ তারিখ প্যারিসে বলেছেন , ই ইউকে আরো কার্যকর পদ্ধতিতে চীনা বস্ত্র পণ্য আমদানির কোটা নীতি পালন করতে হবে , যাতে চীন থেকে আমদানিকৃত বস্ত্র পণ্য বিপুল পরিমাণে ইউরোপের বিভিন্ন শুল্ক বিভাগে জমা না থাকে ।
তিনি বলেছেন , ফ্রান্স মনে করে যে , চীনের বস্ত্র পণ্যের বাধা-নিষেধ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে না , কিন্তু বস্ত্র পণ্যের কোটা নীতি পালন করার ব্যাপারে ই ইউকে আরো নমনীয় পদ্ধতি গ্রহন করতে হবে ।
বর্তমানে চীন থেকে আমদানিকৃত বস্ত্র পণ্য বিপুল পরিমাণে ইউরোপের বিভিন্ন শুল্ক বিভাগে জমা আছে । এতে ইউরোপীয় আমদানিকারকদের স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
|