চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ১৮ তারিখ পেইচিংয়ে সফররত বাংলাদেশের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সংগে দুদেশের সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন । তিনি বাংলাদেশের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জনতার প্রতি সমবেদনাও জানিয়েছেন ।
তিনি বলেছেন , এবছরের এপ্রিল মাসে উভয় পক্ষ দুদেশের মধ্যেকার রণনৈতিক অংশিদারিত্বের সম্পর্ক ধার্য করেছে । এবছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী । চীন পক্ষ আশা করে যে , এই সুযোগে দুদেশের বন্ধুত্ব আর সহযোগিতামূলক সম্পর্কের প্রসারের উপায় সম্বন্ধে আরো আলোচনা করা হবে ।
তিনি আরো বলেছেন , সম্প্রতি বাংলাদেশে যে একটানা বোমা বিস্ফোরণ ঘটেছে , তাতে চীন সরকার উদ্বিগ্ন । চীন সরকার বিশ্বাস করে যে , বাংলাদেশ সরকার অবশ্যই সুষ্ঠুভাবে এই সব সমস্যা সমাধান করবে এবং বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবে ।
|