চীনের বিজ্ঞান মন্ত্রী সুই কুয়ান হুয়া সম্প্রতি পেইচিংয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর চীন শাখার প্রতিনিধি খালিদ মালিকের সঙ্গে একটি সমঝোতা স্নারকলিপি স্বাক্ষর করেছেন , যাতে দু'পক্ষ বৈজ্ঞানিক ক্ষেত্রে দীর্ঘকালীন সহযোগিতা জোরদার করতে পারে ।
এই স্মারকলিপি অনুযায়ী , বৈজ্ঞানিক উপায়ে দারিদ্র্য বিমোচন , গ্রামের উন্নয়ন এবং পরিবেশ ও শক্তি সম্পদের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা ইত্যাদি সহযোগিতার বিষয়ে দু'পক্ষ সেমিনার ইত্যাদি পদ্ধতিতে সহযোগিতার মান উন্নত করবে , যাতে দু'পক্ষের মধ্যে স্থিতিশীল সহযোগিতামূলক অংশিদার সম্পর্ক স্থাপন করা যায় ।
|