পাকিস্তানের আঞ্চলিক নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটদান ১৮ আগস্ট শুরু হয়েছে ।
প্রায় তিন কোটি ২০ লক্ষ ভোটদাতা পাকিস্তানের ৫৩টি প্রশাসনিক এলাকার ৩০ হাজারের বেশী ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন । ১.১ লক্ষেরও বেশী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । জানা গেছে , ভোটদানের সময় নিরাপত্তা রক্ষার্থে নির্বাচনী এলাকাগুলোতে ৪০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে ।
পাকিস্তানের নির্বাচন কমিশনের নির্বাহী চেয়ারম্যান আবদুল হামেদ দোগার বলেছেন , পুরো নির্বাচন খুব স্বচ্ছ । ভোটদান শেষে ভোটগণনা শুরু হবে ।
জানা গেছে , দ্বিতীয় পর্যায়ের ভোটদান আগামী ২৫ তারিখে আয়োজিত হবে ।
|