জাপানী আগ্রাসী সৈন্যদের বিরুদ্ধে বিশ্ব সমাজের কাছে চীনাদের মামলা দায়েরের দাবি সমর্থন করার জন্য ১৮ তারিখ পেইচিংয়ে চীনের মানবাধিকার উন্নয়ন তহবিল একটি তহবিল স্থাপন করেছে ।
জানা গেছে , 'ইতিহাস, মানবাধিকার আর শান্তি' নামে এই তহবিল দেশ-বিদেশের সুধী ব্যক্তি আর বেসরকারী সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের কাছে চাঁদা থেকে গ্রহণ করবে । চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধকালে জাপানী সৈন্যদের অপরাধ নিয়ে তদন্ত চালানো , জাপানের কাছে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত চীনাদের ক্ষতি পূরণের দাবি সমর্থন করা এবং জাতি সংঘ প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার কাছে জাপানী সৈন্যদের সাধিত দুরাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ব্যাপারে এই চাঁদা ব্যবহৃত হবে ।
|