মিসরের ক্ষমতাসীন পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী , বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবারাক ১৭ আগস্ট রাতে কায়রোয় দেয়া এক ভাষণে তাঁর নির্বাচনী কর্মসূচী ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, তিনি পঞ্চমবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে আগামী ছয় বছর মেয়াদে আরো বেশী সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার করবেন। তিনি প্রচেষ্টা চালিয়ে বেকারত্বের সমস্যা দূরীকরণ আর অর্থনৈতিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান ১৭ আগস্ট শুরু হয়েছে। নির্বাচনের তারিখ সাত সেপ্টেম্বর।
|