দু'দিন ব্যাপী "চীনের ডিজিট্যাল টেলিভিশন শিল্পের শীর্ষ ফোরাম২০০৫" ১৮ আগস্ট পেইচিংয়ে উদ্বোধন হয়েছে।
দেশি-বিদেশি ডিজিট্যাল টেলিভিশন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ভিডিও ও অডিও জগতের বিশেষজ্ঞরা সহ মোট ৮০০ জনেরও বেশি প্রতিনিধি এবারকার ফোরামে উপস্থিত ছিলেন। তাঁরা চীনের ডিজিট্যাল টেলিভিশন শিল্পের উন্নয়ন সম্পর্কে গভীর মত বিনিময় করেছেন।
জানা গেছে, এখন চীনের ৪৯টি শহরে ডিজিট্যাল টেলিভিশনের পরীক্ষামূলক কাজ চালু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী , ২০১৫ সালে চীনে দেশ-ব্যাপী বেতার ও টেলিভিশন ডিজিট্যালায়ান বাস্তবায়িত হবে।
|