স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ অর্থাত্ সি আই এস-এর সন্ত্রাসদমন বিষয়ক কেন্দ্রীয় নেতা বোরিস মালনিকোভ ১৭ আগস্ট বলেছেন, মধ্য-এশিয়ার দেশগুলোর সম্মুখীন বৃহত্তম সন্ত্রাসবাদী হুমকি আফগানিস্তান থেকে এসেছে।
একইদিনে কাজাখস্তানে অনুষ্ঠিত সি আই এস-এর সন্ত্রাসদমন বাহিনীর নেতাদের সম্মেলনে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, যদিও সন্ত্রাসদমন ইউনিয়ন আল-কায়েদা সংস্থা আর তালিবান -এর উপর আঘাত হানার জন্য বাস্তব ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাদের অবশিষ্ট অংশও আফগানিস্তানে তত্পর রয়েছে। তাছাড়া, আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি মধ্য-এশিয়ার বিভিন্ন দেশের নিরাপত্তার প্রতি বিরাট হুমকি সৃষ্টি করেছে।
|