v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-18 16:18:51    
ভারত পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগ "লীভ টু এনট্রী" ভিজা ব্যবস্থা প্রবর্তন

cri

ভারত পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগ "লীভ টু এনট্রী" ভিজা ব্যবস্থা প্রবর্তন

    ভারতের "পত্রপত্রাকার খবরে প্রকাশ, ভারত পর্যটন মন্ত্রণালয় সক্রীয়ভাবে "লীভ টু এনট্রী"-ভিজা ব্যবস্থা প্রবর্তন ত্বরান্বিত করছে। এই প্রস্তাব অনুযায়ী প্রথমে নয়া দিল্লি ও মুবাইএর দুই বিমান বন্দরে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে, এই ব্যবস্থার আওতাভুক্ত হবে ফ্রান্স, জার্মানী, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, সুইডেন, ফিনল্যান্ড, ভিয়েটনাম, চিলি, মেক্সিকো, আর্জেনটিনা, ব্রাজিল, স্পেন, লুক্সেমবুর্গ ও নেদারল্যান্ডের পর্যটক। কিন্তু এই প্রস্তাব এখনও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদন পায় নি।

চীনের তিব্বতের নয়টি জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ এলাকা হয়েছে

    চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা সরকারের সূত্রে জানা গেছে, চীনের রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে তিব্বতে লালু জলাভূমি সহ দু'টি জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে । এই পর্যন্ত তিব্বতের জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ এলাকার মোট সংখ্যা ৯টি হয়েছে ।

চীন-দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যটন সম্মেলন অনুষ্ঠিত হবে

    ১১ আগস্ট তৃতীয় চীন-দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যটন সংক্রান্ত সম্মেলন শানডোং বিশ্ববিদ্যালয়ের ওয়েইহাই শাখার আন্তর্জাতিক একাভেমিক আদান-প্রদান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়া ও চীনের পন্ডিত আর অধ্যাপকরা একসাথে "সরকার, শিল্পপ্রতিষ্ঠান, কমিউনিটি ও পর্যটনের উন্নয়ন" সম্পর্কে একাভেমিক বিদগ্ধ আদান-প্রদান চালিয়েছেন।

    চীন-দক্ষিণ কোরিয়া দীর্ঘকালীন বিদ্যাগত সহযোগিতা এবং এবারকার চীন-দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যটন সম্মেলন দু'দেশের জনগণকে মৈত্রী উন্নয়ন ও সাংস্কৃতিক আদান-প্রদান ত্বরান্বিত করা এবং যৌথ উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। দু'পক্ষ আগামী চীন-দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক পর্যটন সম্মেলন ২০০৬ সালের জুলাই দক্ষিণ কোরিয়ার ফুসানে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।