চীনের কুয়াংতো প্রদেশের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের একটি সূত্রে প্রকাশ, এই প্রদেশে ২০১০ সাল পর্যন্ত আরো ১২৫টি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠিত হবে।এর ফলে কুয়াং তোং প্রদেশে মোট ৩৩০টি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল হবে।
জানা গেছে, বর্তমানে কুয়াংতোং প্রদেশের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের আয়তন সারা প্রদেশের মোট আয়তনের ৫.৮ শতাংশ। এই ব্যবস্থার মাধ্যমে কার্যকরভাবে কুয়াংতোং প্রদেশের প্রাকৃতিক সিস্টেম এবং বিলুপ্তির সম্মুখীন অতিবিরল প্রাণী ও বৃক্ষ সুরক্ষা করা যায়।
|