১৭ আগস্ট ২৪তম চীন-জপান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন ও জাপানের ৪০জনেরও বেশী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, চীন-জাপান সম্পর্ক, চীন-জাপান মৈত্রী, জীবনযাত্রা সংস্কৃতি, এবং পেশা ইত্যাদি অভিন্ন স্বার্থজড়িত প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন।
জাপানী প্রতিনিধি বলেছেন, বর্তমান জাপান ও চীনের ছাত্রছাত্রীদের আদান-প্রদান খুবই প্রয়োজন, মুখমুখী আদান-প্রদানে পাওয়া তথ্য গণমাধ্যমের চেয়ে আরো বেশি সত্য।
খবরে প্রকাশ, এবারকার সম্মেলন আট দিন।
|