| 
    আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান কোনারে ১৭ আগস্ট সাংহাই পৌঁছে তাঁর চীন সফর অব্যাহত রেখেছেন।
     ১৭ আগস্ট রাতে, সাংহাইয়ের ভাইস গভর্নরের সঙ্গে সাক্ষাত্কালে কোনারে বলেছেন, এবারকার সফর, তিনি চীনের দ্রুত উন্নয়ন অনুভব করেছেন। তিনি বলেছেন, দীর্ঘকালে চীন বরাবরই আফ্রিকান দেশসহ উন্নয়নমুখী দেশের পক্ষে থাকে, আফ্রিকান ইউনিয়নও বরাবরই একচীননীতিতে অবিচল থাকে। তিনি আশা করেন, চীনে অব্যাহতভাবে উন্নয়ন অর্জিত হবে। এই সফরের মাধ্যমে তিনি আফ্রিকা-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের ব্যাপারে আরো বেশি আস্থাবান হয়েছেন। 
 |