v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-18 10:52:53    
১৮ আগস্ট

cri
    **১৯৫৬ সালে চীনে কারারুদ্ধ ১০৬২জন জাপানী যুদ্ধ-অপরাধীর সবাইকে বিচার করার কাজ সমাপ্ত হয়েছে । সেবার শিথিল আলাদা আলাদাভাবে নীতি অনুযায়ী তাদের যথাপোযুক্ত শাস্তি দেয়া হয় । এক হাজারেরও বেশী অপ্রধান জাপানী যুদ্ধ-অপরাধী অথবা নিজেদের অপরাধ যথাযথভাবে স্বীকার করেছে ,তাদের অবিলম্বেই মুক্তি দেয়া হয়।

    **২০০২ সালের ১৮ আগস্ট চীনের বিজ্ঞান- প্রযুক্তি যাদুঘরের প্রথম গণিত হল নির্মিত হয়

    ২০০২ সালের ১৮ আগস্ট আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞ, থিয়েনচিন মহানগরের বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের অবৈতনিক প্রধান ছেন সিংসেনের প্রস্তাবে থিয়েনচিন বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের গণিত হল নির্মিত হয় এবং খোলা হয় । এটা হচ্ছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মধ্যে প্রথম গণিত হল । এর আয়তন ১১০০ বর্গমিটার, প্রদর্শনীতে গণিতের ইতিহাস, আধুনিক গণিত, চিরায়ত গণিত , মজা গণিত, কম্পিউটার ও গণিতের ব্যবহার ইত্যাদি অংশ রয়েছে । বিশেষ করে চীন ও বিদেশী গণিতের গুরুত্বপূর্ণ ঘটনা, বিখ্যাত গণিত পুরস্কার এবং ৫০জন দেশী-বিদেশী গণিতবিদের পরিচিতি দেয়া হয় ।

    **প্রাকৃতিক বিজ্ঞান বিশেষজ্ঞদের প্রতিনিধিদের প্রথম সম্মেলন আয়োজন

    ১৯৫০ সালের ১৮ আগস্ট চীনের প্রাকৃতিক বিজ্ঞান বিশেষজ্ঞদের প্রথম সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয় । বিভিন্ন অঞ্চলের বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি,চিকিত্সা ইত্যাদি ক্ষেত্রের ৪৫১জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন । সম্মেলনে প্রতিনিধিরা বিজ্ঞান একাডেমি এবং শিল্প , কৃষি, স্বাস্থ্য বিভাগের কার্যবিবরণী শুনেন এবং তা নিয়ে আলোচনা করেন । সম্মেলনে চীনের প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক বিশেষ সমিতিগুলোর ফেডারেশন আর চীনের বিজ্ঞান ও প্রযুক্তির জনপ্রিয়করণ সমিতি প্রতিষ্ঠা করা হয় এবং উ ইয়ুচাং এ দু'টি সংস্থার অবৈতনিক চেয়ারম্যান নিযুক্ত হন ।

    **১৯৫০ সালে ফ্রান্সের বিখ্যাত লেখক বালজাক মৃত্যুবরণ করেন । বালজাকের সাফল্য তাঁর " মানবীয় কমিডি"র নামক গল্প সংকলনে কেন্দ্রীভূতভাবে প্রতিফলিত হয় । তাঁর গল্প আর উপন্যাসে সঠিকভাবে ফ্রান্সের ধনতান্ত্রিক সমাজ গড়ে উঠার অন্তর্বর্তীকালে জনগণের জীবযাত্রা ফুটিয়ে তোলা হয়। "মানবীয় কমিডি" সংকলনে মোট১৪৩টি গল্প বা উপন্যাস প্রকাশ করার পরিকল্পনা ছিল, পরে বালজাক রোগাক্রান্ত হওয়ার কারণে শুধু ৯০টির বেশী গল্প ও উপন্যাস রচনা করা হয় ।

    **১৯৮৬ সালে "৭৭টি দেশ গ্রুপের মন্ত্রী পর্যায়ের সম্মেলন মিশরের কায়রোতে অনুষ্ঠিতহয় । সম্মেলনে গৃহিত "কায়রো ঘোষণা"য় উন্নয়নমুখী দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতায় অবিচল থাকা এবং এই সহযোগিতার জন্য প্রণয়ন করা নীতি ও উদ্দেশ্য মেনে চলার সংকল্প আবার ঘোষণা করা হয় ।

    **১৯১৪ সালের ১৮ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ওয়ীল্সন ঘোষণা করেন যে : প্রথম বিশ্ব যুদ্ধকালে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা বাজায় রাখবে । একই সময়ে জার্মানী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে ।

    **১৯৪৪ সালের ১৮ আগস্ট জার্মানীর কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান থায়েলমানকে ফ্যাসিবাদিদের স্থাপিত যুদ্ধবন্দী শিবিরে হত্যা করা   হয় । থায়েলমান (১৮৮৬-১৯৪৪), তিনি শ্রমিক ছিলেন ,তারপর তিনি জার্মানীর কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ও কমিউনিস্ট ইন্টারন্যাশনালের (কমিন্টার্ন) কার্যনির্বাহী কমিটির বিকল্প সদস্য হন । তিনি ফ্যাসিবাদ বিরোধী যুক্ত ফ্রন্ট প্রতিষ্ঠা সমর্থন করেন ।

    **১৯৬২ সালের ১৮ আগস্ট কিউবার প্রধানমন্ত্রী কাস্ট্রো ঘোষণা করেন যে, কৃষকদের সমবায় সমিতি রাষ্ট্রীয় খামারে পরিণত হবে ।

    ** ১৯৪৫ সালের ১৮ আগস্ট লাওসের জনগণ দখলদার জাপানী বাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থান করেন, জাপানী দখলকারীদের হাত থেকে রাষ্ট্রক্ষমতা আবার দখল করেন ।