v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-18 09:05:21    
২০ আগস্ট

cri

    ১৯০৫ সালের ২০ আগস্ট ড: সান ইয়াত্ সেনের নেতৃত্বে চীনের থোংমেনহুই দল জাপানের টোকিওতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । ড: সান ইয়াত্ সেন এই দলের সভাপতি নির্বাচিত হন । থোংমেনহুই দলের নীতি হলো : বিজাতীয় শাসকদের তাড়িয়ে দিয়ে চীনদেশ পুন:প্রতিষ্ঠা করা , প্রজাতন্ত্র গঠন এবং জমির সমবণ্টন করা" পরবর্তীকালে ড: সান ইয়াত্ সেন আবার এগুলোকে সংক্ষেপ করে তিনটি গণ নীতিতে পরিণত করেন, অর্থাত্ জাতীয়তাবাদ, জনগণের অধিকার এবং জনকল্যাণের নীতি ।

১৯৪০ সালের ২০ আগস্ট হানাদার জাপানী বাহিনীর বিরুদ্ধে অষ্টম রুট বাহিনীর " শত রেজিমেণ্ট অভিযান"

    ১৯৪০ সালের ২০ আগস্ট চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত চীনের অষ্টম রুট বাহিনীর সদরদফতরের উপপ্রধান কম্যাণ্ডার ফেং তেহুয়াই-এর পরিচালনায় উত্তরচীনের বিভিন্ন এলাকায় মোতায়েন অষ্টম রুট বাহিনীর মোট ১১৫টি রেজিমেণ্টের মোট ৪ লাখ সৈন্য আড়াই হাজার কিলিমিটার দীর্ঘ যুদ্ধফ্রণ্টে বিভিন্ন প্রধান পরিবহন লাইন বরাবরই হানাদার জাপানী বাহিনী আর তার তাঁবেদার বাহিনীর বিরুদ্ধে এক বিরাট যুদ্ধাভিযান চালায়, তাতে শত্রুদের পরিবহন পথগুলোর বিপুল ক্ষতি সাধিত হয় ।

    এই অভিযানে মোট ১৮২৪ বার ছোট বড় লড়াই হয় , তাতে ১০৬৪৫ জন জাপানী সৈন্যকে হতাহত করা হয় এবং তাদের ৫১৫৫ জন তাঁবেদার( পুতুল) সৈন্যকে হতাহত করা হয়েছে। এই অভিযানে ২৮১ জন জাপানী সৈন্য এবং ১৯৪০৭ জন তাঁবেদার সৈন্য অষ্টম রুট বাহিনীর হাতে বন্দী হয় । শত্রুদের ২৯৯৩টি দুর্গ বা ঘাঁটি বিধ্বস্ত করা হয়, শত্রুদের প্রচুর অস্ত্র আর গোলাবারুদ ইত্যাদি সামরিক সরঞ্জাম দখল করা হয় । "শত রেজিমেণ্ট অভিযান" জাপানী বাহিনী আর তাঁবেদার বাহিনীর ওপর এক গুরুতর আঘাত হিসাবে গণ্য হয় ।

১৯৯৮ সালের ২০ আগস্ট চীন আর জার্মানির যৌথ উদ্যোগে প্রথমবার ডাকটিকিট প্রকাশিত

    ১৯৯৮ সালের ২০ আগষ্ট চীন আর জার্মানির যৌথ উদ্যোগে "ছেংতে'র পুনিং মন্দির ও ভুর্জবার্গপ্যালেস" নামক এক সেট বিশেষ ডাকটিকিট প্রকাশিত হয় । এটি চীন আর জার্মানি দুদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রথম ডাকটিকিটের সেট । ডাকটিকিটের প্রকাশনা অনুষ্ঠান পেইচিং এবং জার্মানির ভুর্জবার্গে আলাদা আলাদাভাবে আনুষ্ঠিত হয় ।

১৯৯৫ সালের ২০ আগস্ট বিশ্ব মটরগাড়ি টেলিফোন ব্যবস্থা চালু

    ১৯৯৫ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক সমুদ্র-বিষয়ক উপগ্রহ সংস্থা গবেষণা চালিয়ে সাফল্যের সঙ্গে প্রথম বিশ্বব্যাপী মটরগাড়ি টেলিফোন ব্যবস্থা চালু করে, এই ব্যবস্থার গ্রাহকরা যার যার গাড়ি চালিয়ে বিশ্বের যে কোনো স্থানে গেলেও যে কোনো স্থানের সঙ্গে যোগাযোগ রাখার জন্য টেলিফোন করতে পারেন। এই ব্যবস্থায় গ্রাহকদের গাড়িতে একটি নতুন ধরনের এন্টেনা লাগানো হয় । তাদের গাড়ি চালানোর গতি যত দ্রুতই হোক না-কেন এবং গাড়ি যে দিকেই যাক না-কেন, এই এন্টেনার সাহায্যে স্বয়ংক্রীয়ভাবে আন্তর্জাতিক সমুদ্র -বিষয়ক উপগ্রহ সংস্থার উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে । এই সিস্টেমে ১১টি উপগ্রহ ব্যবহার করা হয়, প্রতিটি উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উঁচুতে অবস্থিত।

ইরাক - ইরান যুদ্ধের সমাপ্তি

    ইরাক ও ইরান যুদ্ধ হয়ে ছিল বিংশ শতাব্দীর ৮০-র দশকে। এটি দেশ দু'টির মধ্যে সংঘটিত একটি বড় যুদ্ধ । যুদ্ধটি ৮ বছর স্থায়ী হয় । যুদ্ধে দুপক্ষের মোট ১০ লাখ লোক নিহত এবং ১৭ লাখ লোক আহত হয় । হতাহতদের মোট সংখ্যা দুদেশের মোট লোকসংখ্যার ৪.৫ শতাংশ । এই যুদ্ধে দুপক্ষের মোট সামরিক ব্যয় এবং অর্থনৈতিক ক্ষতি ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায় । যুদ্ধ দুদেশেরই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুতরভাবে ব্যাহত করে । এর সঙ্গে সঙ্গে এই যুদ্ধ পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্ব পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব ফেলে । ১৯৯৯ সালের ১৮ই জুলাই ইরান জাতিসংঘের ৫৯৮ নম্বর প্রস্তাব মেনে নেয়ার কথা ঘোষণা করে । ২০ আগস্ট ইরান ও ইরাকের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বলবত হয় । এইভাবেই ইরাক -ইরান যুদ্ধের অবসান ঘটে।