 ১৭ আগস্ট সকালে বাগদাদে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে । এতে কমপক্ষে ৩৭জন নিহত আর ৫৮জন আহত হয়েছে ।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী বলেছে , পর পর দু'টি বোমা বিস্ফোরণ ঘটেছে একটি বাস স্টেশনের নিকটে । অন্য একটি বিস্ফোরণ ঘটেছে একটি হাসপাতালে । নিহতদের মধ্যে একজন নারী আর একজন শিশুও রয়েছে । হতাহতের সংখ্যা সম্ভবতঃ আরো বাড়বে ।
ইরাকী সরকারের মুখপাত্র কুবা বলেছেন , ইরাক গৃহযুদ্ধ আর বিশৃংখলার কবল থেকে রেহাই পাওয়ার প্রথম পদক্ষেপ হলো সংবিধান প্রণয়ন করা । তাই সংবিধান প্রণয়ন করা ইরাকে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
|