চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মধ্য চীনের আমদানি-রপ্তানি ব্যবস্থার মান উন্নয়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় পণ্য বিভাজন কেন্দ্র, রপ্তানী পণ্যের ঘাঁটি এবং বাণিজ্য কেন্দ্রের নির্মান কাজ দ্রুততর করবে।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রী বো শি লাই সম্প্রতি হুনান প্রদেশ পরিদর্শন করার সময়ে উল্লেখ করেছেন, বাণিজ্য মন্ত্রণালয় মধ্য অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করবে, বাজার ব্যবস্থার গঠনকাজ দ্রুততর করবে, মধ্য অঞ্চল পূর্ব ও পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ ও উত্তর অঞ্চলকে সংযুক্ত করবে, আধুনিক আর্থিক ব্যবস্থা স্থাপন করবে, পণ্য বিভাজন কেন্দ্র, রপ্তানী পণ্যের ঘাঁটি এবং বাণিজ্য বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠার কাজ দ্রুততর করবে।
|