দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন ১৭ আগস্ট সিউলে কোরীয় উপদ্বীপ জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ৬০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী উত্তর কোরিয়ার সরকারী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং তিনি তাদের জন্য ভোজ সভারও আয়োজন করেছেন।
উত্তর কোরিয়ার সরকারী প্রতিনিধি দলের নেতা, শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিম কি-নাম রোহ মু হিউনের কাছে উত্তর কোরিয়ার নেতা কিম জোং ইলের শুভেচ্ছা পৌঁছে দেন । রো মু হিউন বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিনিধিদের ১৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার জাতীয় সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা তাত্পর্যসম্পন্ন। তিনি আশা করেন, এবারকার সফর বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের আদান-প্রদানের নতুন সূচনা বিন্দুতে পরিণত হবে।
দক্ষিণ কোরিয়ার যুক্ত বার্তা সংস্থার খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের স্পীকার কিম ওয়ান-কি ১৬ আগস্ট উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করার সময় দু'পক্ষের সংসদের আদান-প্রদান জোরদার করার ব্যাপারে আলোচনা করার জন্য আগামী মাসে নিউয়র্কে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ সম্মেলনের স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়ো-নামের সঙ্গে বৈঠক করার প্রস্তাব করেছেন ।
|