চীনের ইউননান প্রাদেশিক সংখ্যালঘুজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান মু চেন সম্প্রতি বলেছেন , এই প্রদেশে সংখ্যালঘুজাতির দারিদ্র্যবিমোচনের কাজ জোরদার করা হবে । ২০১০ সালের মধ্যে যে ৭টি সংখ্যালঘুজাতির লোকসংখ্যা এক লক্ষেরও কম , সে সব সংখ্যালঘুজাতি দারিদ্র্যমুক্ত হবে ।
২০১০ সালের মধ্যে এই ৭টি জাতি অধ্যুষিত অঞ্চলে গ্রামে গ্রামে সড়ক , বিদ্যুত্ , পানি আর বেতার ও টেলিভিশন ব্যবস্থা গড়ে তোলা হবে । তখন অন্যান্য জাতির সংগে আর্থ-সামাজিক উন্নয়নে এই সব জাতির ব্যবধান কমে যাবে ।
|