ই ইউ'র মুখপাত্র ১৬ আগস্ট বলেছেন , ই ইউ'র চার সদস্য দেশ-জার্মানী , নেদারল্যান্ডস্ , সুইডেন আর ডেনমার্ক ই ইউ'র কাছে চীন থেকে বস্ত্র আমদানির বিধি-নিষেধ শিথিল করার দাবি জানিয়েছে । ই ইউ পরিষদ সংশ্লিষ্ট পক্ষের সংগে এই বিষয়ে আলাপ আলোচনা করছে ।
চীনের বস্ত্র পণ্য আমদানির কোটা বিষয়ে নমনীয় হওয়ার জন্য ই ইউ'র সদস্য দেশগুলো ই ইউ পরিষদকে ক্ষমতা দিয়েছে । ই ইউ পরিষদ তার সদস্য দেশগুলো , খুচরা ব্যবসায়ী আর চীন পক্ষের সংগে শালা-পরামর্শ করছে । কিন্তু ই ইউ পরিষদ যে কি ধরণের নতুন প্রস্তাব উপস্থাপন করবে , সে সম্বন্ধে মুখপাত্রটি কিছুই বলেন নি ।
|