ব্রিটেনের আইন কর্তৃপক্ষ আশা করে তাদের অনুরোধক্রমে বলেছে , ইটালীর আইন কর্তৃপক্ষ লন্ডন বিস্ফোরণের সংগে জড়িত সন্দেহভাজন ব্যক্তি হামদি ইসাককে ব্রিটেনের কাছে যথাশীঘ্র আর বিনা শর্তে হস্তান্তর করবে , যাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় । ইটালীর একজন উকিল ১৬ আগস্ট এ কথা বলেছেন ।
এই উকিল বলেছেন , ইটালীর আইন কর্তৃপক্ষ হামদিকে ব্রিটেনের কাছে সাময়িকভাবে হস্তান্তর করার বিষয়ে যে মন্তব্য করেছে , ব্রিটেন তা গ্রহণ করবে না ।
গত ২৯ জুলাই হামদি রোমের উপকন্ঠে গ্রেফতার হয়েছেন । তিনি ২১ জুলাই লন্ডন সাব-ওয়েতে বিস্ফোরণে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন ।
|