১৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিউলে অভিযোগ করে বলেছেন যে , জাপানের পররাষ্ট্র মন্ত্রী মাছিমুরা নবুতাকা ইতিহাস বিষয়ে ভুল প্রচার করেছেন । তিনি ইতিহাস বিকৃত করার জন্য সংশোধিত পাঠ্যবই আবার ঠিক করতে জাপানকে তাগিদ দিয়েছেন ।
এই মুখপাত্র আরো বলেছেন , ১৫ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাছিমুরা নবুতাকা এন-এইচ-কে টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন , জাপানে সমরবাদের প্রশংসা করা কোনো পাঠ্যবই নেই । দক্ষিণ কোরীয় সরকার তার এই বক্তব্যের জন্য পরিতাপ প্রকাশ করে । মুখপাত্র বলেছেন , দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মহল জাপানের প্রকাশিত ২০০৬ সালের মাধ্যমিক স্কুলের ইতিহাসের পাঠ্যবই পর্যালোচনা করে উল্লেখ করেছে , এই পাঠ্যবইতে ইতিহাসের কতকগুলো ঘটনা সম্বন্ধে ভুল বিবরণ দেয়া হয়েছে ।
এই মুখপাত্র আরো বলেছেন , ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করা দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য অপরিহার্য ।
|