ইরানের সরকারী তথ্য মাধ্যম ১৬ আগস্ট প্রচারিত নতুন সরকারী বিবরণীতে বলা হয়েছে , যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করতে থাকে , তাহলে ইরান দু'দেশের ২৫ বছরে ধরে ছিন্ন কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপন করবে না ।
এই বিবরণীতে বলা হয়েছে , ইরানের নতুন সরকার সাবেক প্রেসিডেন্ট খাতামীর নরম কূটনৈতিক নীতি মেনে চলবে । তবে বিবরণীতে জোর দিয়ে বলা হয়েছে যে , যুক্তরাষ্ট্র ইরানী জনগণের অনুভূতিকে সম্মান না করলে ইরান সরকার কোনমতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করবে না । এই বিবরণীতে আরো বলা হয়েছে , ইরান ইস্রাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করবে না ।
|