v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-17 16:51:24    
১৭ আগস্ট

cri
** ১৯৫২ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সোভিয়েট ইউনিয়ন সফর

    ১৯৫২ সালের ১৭ আগস্ট চীনের তত্কালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই সরকারী প্রতিনিধি দল নিয়ে সোভিয়েট ইউনিয়ন সফর করেন। মস্কোয় প্রতিনিধি দল সোভিয়েট ইউনিয়নের মন্ত্রিসবারচেয়ারম্যান স্টালিন, পররাষ্ট্রমন্ত্রী প্রমুখ নেতাদের সঙ্গে আলোচনা করেন। দু'পক্ষ চীন ও সোভিয়েট ইউনিয়নের সম্পর্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। পরবর্তী পাঁচ বছরে চীনের অর্থনৈতিক গঠনকাজে সোভিয়েত ইউনিয়নের সাহায্য দেয়ার ব্যাপার নিয়ে দু'দেশের সরকার ব্যাপকভাবে মত বিনিময় করে। ১৬ সেপ্টেম্বর দু'পক্ষ "চীন-সোভিয়েট ইউনিয়ন ইস্তাহার" প্রকাশ করে।

** ১৯৮২ সালের ১৭ আগস্ট চীন-যুক্তরাষ্ট্র যৌথ ইস্তাহার প্রকাশ

    ১৯৮২ সালের ১৭ আগস্ট চীন ও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি সংক্রান্ত সমস্যা সম্পূর্ণরূপসমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর এবং যৌথ ইস্তাহার প্রকাশ করে। দু'পক্ষ যৌথ ইস্তাহারে প্রথমে "শাংহাই ইস্তাহার" এবং পরে "চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত ইস্তাহারে" চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনের মৌলিক নীতি আবার ঘোষণা করে, অর্থাত্ পরস্পরের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা, পরস্পরের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করা। "১৭ আগস্ট চীন-মার্কিন যৌথ ইস্তাহারে " প্রকাশ তাইওয়ানকে অস্ত্র বিক্রি করা নিয়ে দু'দেশের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তা ভেঙ্গে দিয়েছে।

** ১৮০৭ সালের ১৭ আগস্ট বিশ্বের প্রথম স্টীমবোটের প্রথম বার জলপথে চলাচলের পরীক্ষা চালানো হয়। এই জাহাজের মধ্যে তখনকাল সর্বশেষ স্টীমার বসানো হয় । এই জাহাজের ডিজাইনার হলেন রবার্ট ফুলটোন ।

** ১৯৪৫ সালের ১৭ আগস্ট সুকর্ণ ইন্দোনেশিয়ার জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জন্ম ঘোষণা করেন।

** ১৯৯২ সালের ১৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান উন্নয়ন কমিউনিটির প্রতিষ্ঠা

    ১৯৯২ সালের ১৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সমন্বয় সম্মেলনের ১০টি সদস্য দেশের নেতারা নামিবিয়ার রাজধানী ওয়াইন্ডহোকে অধিবেশন আয়োজন করে "দক্ষিণ আফ্রিকান উন্নয়ন কমিউনিটির চুক্তি" প্রভৃতি তিনটি দলিল স্বাক্ষর করেছেন। এই কমিউনিটির উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক লাভালাভ , ভারসাম্য এবং সমতার ভিত্তিতে উন্মুক্ত অর্থনীতি চালু করা, শুল্ক প্রাচীর ভংগ করা, পরস্পরের বাণিজ্য এবং পুঁজিবিনিয়োগ ত্বরান্বিত করা, জানমাল এবং শ্রমিকদের অবাধ আসা-যাওয়া বাস্তবায়িত করা, ক্রমে ক্রমে শুল্ক এবং মুদ্রা ঐক্যবদ্ধ হওয়া, অবশেষে আঞ্চলিক অর্থনীতির একত্রীকরণ বাস্তবায়িত করা।