v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-17 13:28:19    
ছেঁড়া নথিপত্র মেরামতের বিশেষজ্ঞ চাং পিং

cri
    চীনে এমন কিছু লোক আছেন তারা জাদুকরের মতো কয়েক শ' তথা কয়েক হাজার বছর আগের ছেঁড়া নথিপত্র মেরামত করতে পারেন । ৫১ বছর বয়ষ্ক চান পিংকে ছেড়া নথিপত্র মেরামতের বিশেষজ্ঞ বলা যায় , গত বিশ বছরে তিনি চীনের প্রচুর মূল্যবান প্রাচীন নথিপত্র মেরামত করেছেন ।

    চাং পিংয়ের নামকার্ডে লেখা আছে তিনি চীনের জাতীয় গ্রন্থাগারের প্রাচীন নথিপত্র মেরামত গ্রুপের প্রধান , তিনি নিজেকে বইপত্র মেরামতের মিস্ত্রী বলে ডাকেন । চাং পিং রাজধানী পেইচিংয়ের নাগরিক । মাধ্যমিক স্কুলের পড়াশুনা শেষ করে তিনি একটি কারখানায় দশ-বারো বছর কাজ করেছেন । গত শতাব্দীর আশির দশকে চীনে মুক্তদ্বার নীতি কার্যকরীকরার কল্যানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধিত হয় । চীনের জাতীয় গ্রন্থাগার প্রকাশ্যে জরুরী ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে প্রাচীন নথিপত্র মেরামত কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করেছে , চাং পিং এই কাজ করতে আগ্রহী । তিনি জাতীয় গ্রন্থাগারে কাজ করার সুযোগ পেলেন ।

    প্রাচীন নথিপত্র মেরামত করতে কোনো মেশিন ব্যবহার করা যায় না , সব কাজ হাত দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হয় । প্রাচীন নথিপত্র মেরামতের ইতিহাস কাগজ তৈরীর প্রকৌশলের ইতিহাসের মতো দীর্ঘ । প্রাচীন নথিপত্র মেরামতের কোনো তত্ব ও বই নেই , দীর্ঘকাল ধরে ওস্তাদ হাতেকলমে তার ছাত্রকে শিখান । ওস্তাদ শুধু কাজ করার সময় তাদের ছাত্রকে নিজের প্রাচীন নথিপত্র মেরামতের অভিজ্ঞতা জানাতে পারেন , অনেক অভিজ্ঞতা ভাষায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা কঠিন । যেমন প্রাচীন নথিপত্রের একসাথে জড়ানো পৃষ্ঠাগুলো পৃথক করার কাজ সহজ নয় , পৃষ্ঠাগুলো আলাদা করতে ঠিক জায়গায় উপযুক্ত জোর দিলেই শুধু ছেড়া পৃষ্ঠার আশেপাশের অংশ নষ্ট হবে না । অনেক কৌশল বার বার হাতে কলমে কাজ করার পরই শুধু আয়ত্ত করা যায় । চাং পিং বলেছেন , পুরানো বই মেরামতের কাজ তার পক্ষে এক নতুন কাজ , এর আগে তিনি কখনো করেন নি বলে প্রতিটি কাজ তার ওস্তাদ তাকে হাতেকলমে শিখান , যেমন ছেঁড়া পৃষ্ঠাগুলো আলাদা করা , ময়দা দিয়ে আঠা তৈরী করা , পৃষ্ঠাগুলোর ময়লা পরিষ্কার আর আঠা দিয়ে ছেড়া পৃষ্ঠায় তালি দেয়া ইত্যাদি কাজ চীনের ঐতিহ্যিক সুচিকর্মের মতো সুক্ষ্ম, প্রতিটি কাজই ধৈর্য্যের সংগে শিখতে হবে । চাং পিং বলেছেন , পুরোনো বইপত্র মেরামতের কাজ আয়ত্ত করার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি করি নি । দীর্ঘ দিন হাতে কলমে কাজ করার পর আমি উপলব্ধি করতে পেরেছি যে পুরানো বই মেরামতের কাজ এক অত্যন্ত জটিল কাজ , মেরামতকারীকে চীনের কাগজ তৈরীর প্রকৌশল ও চীনের ছাপা প্রকৌশল সম্বন্ধে বিস্তারিত তথ্য আয়ত্ত করতে হবে ,এই সব তথ্য পুরানো বইপত্রের মেরামতের কাজে একান্ত প্র্রয়োজনীয় । চাং পিং বলেছেন , এই সব পদ্ধতি আয়ত্ত করতে তার তিন বছর সময় লেগেছে , এই তিন বছরে ওস্তাদের নির্দেশ অনুসারে তিনি বিভিন্ন ধরনের পুরানো নথিপত্র মেরামত করেছেন এবং ধীরে ধীরে পুরানো বই মেরামতের কৌশল আয়ত্ত করেছেন ।

    চীনের জাতীয় গ্রন্থাগার চীনের সবচেয়ে বেশী পুরানো বইপত্র সংগ্রহ করা হয়েছে , এই গ্রন্থাগারে মূল্যবান প্রাচীন নথিপত্রের সংখ্যা ৩০ লক্ষ । এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন নথিপত্রের ইতিহাস দু' হাজার বছেরের উপর , যে সব নথিপত্রের ইতিহাস নাতিদীর্ঘ , তাও এক শ' বছরের বেশী । বিভিন্ন ঐতিহাসিক যুগে কাগজ তৈরীর প্রকৌশল ভিন্ন , কাগজের কাঁচামালও একই নয় , কাজেই বিভিন্ন ধরনের পুরানো বইয়ের মেরামতের পদ্ধতিও একই নয় । চাং পিং বলেছেন , বই গুদাম থেকে একটি পুরানো বই পেলে সর্বপ্রথমে বইটির কাগজের গুনমান ও ছাপা কৌশল গবেষনা করতে হবে । ডাক্তারের রোগী পর্যবেক্ষনের মতো আমাকেও বইয়ের কাগজ ও ছাপা কৌশল সংক্রান্ত বিস্তারিত তথ্য আয়ত্ত করতে হবে , তার পর এই বই মেরামতের একটি পরিকল্পনা তৈরী করতে হবে । কারণ অনেক বই গ্রন্থাগারে মাত্র একটিই আছে , মেরামতের উপযুক্ত উপায় ব্যবহার না করলে বই নষ্ট হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে , কাজেই খুব সাবধানে প্রতিটি পুরানো বই মেরামত করতে হয় ।

    গত বিশ বছরে চাং পিং কয়েক ডজন প্রাচীন বই মেরামত করেছেন , এই সব বইয়ের মধ্যে চীনের পঞ্চদশ শতাব্দীর বিশ্বকোষ ' ইয়োং লো তা তিয়েন ' , খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য-- পশ্চিম সিয়া রাজবংশের দলিলপত্র আর বিশ্ববিখ্যাত তুন হুয়ানের দলিলপত্র ইত্যাদি । পুরানো বই মেরামতের কাজ কঠিন হলেও তিনি এই কাজ থেকে আনন্দও পেয়েছেন । তিনি বলেছেন , এই কাজ থেকে আমি কষ্ট ও আনন্দ দুটিই পেয়েছি । আমি যে এক-একটি ছেড়া নথিপত্র মেরামত করেছি , তাতে যেন বইয়ের গায়ে নতুন জীবন দিয়েছি , এতে আমি আনন্দবোধ করি , আমি যে দেশের জন্য মূল্যবান নথিপত্র মেরামত করতে পারি , তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি ।

    চাং পিং বলেছেন , তিনি ও তার সহকর্মীরা দেশের মূল্যবান পুরানো বইপত্র মেরামতের একটি পরিকল্পনা তৈরী করেছেন । বিশ বছরব্যাপী এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগে দাখিল করা হয়েছে , সরকারের অনুমোদন পেলে চীনের জাতীয় গ্রন্থাগারপুরানো নথিপত্র মেরামত কেন্দ্র গোটা চীনের পুরানো বইপত্র মেরামত কেন্দ্রে পরিণত হবে। এই কেন্দ্রে পুরানো বইপত্র মেরামতের সংগে সংগে পুরানো বই মেরামত কর্মী প্রশিক্ষন দেয়া হবে , বই মেরামতের সময় ঐতিহ্যিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয় সাধন করা হবে এবং সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গার গ্রন্থাগারে রক্ষিত মূল্যবান পুরানো বই মেরামত করা হবে , যাতে বেশীর ভাগ পুরানো নথিপত্র কাজে লাগানো যায় ।