v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-17 13:15:21    
১৮ আগস্ট ক্রীড়া খবর

cri

    ১২ আগস্ট সকালে চীনের দশম জাতীয় গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্পীকার উ পাংগুও মশাল প্রজ্জ্বলন করেন। এবারকার মশাল হস্তান্তর ৩১ প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগর, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা অতিক্রম করবে। ১২ থেকে ২৩ অক্টবর পর্যন্ত চিয়াংসুপ্রদেশের নানচিন শহরে দশম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে।

    চীনের বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান হাইয়ের গ্রুপ ১২ আগস্ট চীনের ছিনদাও শহরে পেইচিং ওলিম্পিক কমিটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ঘরোয়া বৈদ্যুতিক সামগ্রী উত্পাদনকারী হাইয়ের গ্রুপ পেইচিং ওলিম্পিককে আর্থিক সাহায্যদানকারী ব্যবসায়ী হয়েছে। এপর্যন্ত পেইচিং ওলিম্পিক গেমস ৯টি সহযোগিতাকারী ও ৪টি আর্থিক সাহায্যদানকারী ব্যবসায়ী পেয়েছে।

   

নয়দিনব্যাপী দশম বিশ্ব দৌড় ঝাঁপ নিক্ষেপ প্রতিযোগিতা ১৪ আগস্ট ফিনল্যান্ডের হেলসিংকিতে সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় মোট ৩টি নতুন বিশ্ব রেকর্ড এবং ১০টি নতুন প্রতিযোগিতার রেকর্ড সৃষ্ট হয়েছে। চীনা ক্রীড়াবিদরা এবারকার প্রতিযোগিতায় মাত্র একটি রৌপ্যপদক পেয়ে, নবম হয়েছে। মার্কিন দল ১৪টি স্বর্ণপদক, ৮টি রৌপ্যপপদক, ৩টি ব্রোন্জ্ঞপদক পেয়ে প্রথম হয়েছে।

    ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ২৩ তম গ্রীষ্মকালীন গেমস তুরস্কের ইজমির শহরে উদ্বোধন হয়েছে। চীনের ২০১জন ক্রিড়াবিদের একটি দল এতে অংশ নিচ্ছেন।

    ১৪ আগস্ট গেমসের পঞ্চম দিনে, চীনা ক্রিড়াবিদরা মোট তিনটি স্বর্ণপদক পেয়েছেন। ফেন বুও এবং ওয়াংকে পুরুষ বিভাগের দুইজন তিন মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে স্বর্ণপদক পান, উ মিনসিয়া নারী একক একমিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে স্বর্ণপদক পান, ফান ইয়ে জিমন্যাস্টিকস নারী একক ওল-রোংডের চ্যাম্পিয়ন হন।

    তৃতীয় ওয়াগনা কাপ আন্তর্জাতিক পুরুষ ভলিবল প্রতিযোগিতা ১৪ আগস্ট পোল্যান্ডে সমাপ্ত হয়েছে। চীনের দল সেদিন নরওয়ে দলকে ৩:০ গোলে পরাজিত করেছে, এবারকার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। নেদারল্যান্ড প্রতিযোগিতায় প্রথম হয়। এবারকার প্রতিযোগিতায় চীন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও নরওয়ে চারটি দেশের দল অংশ নিয়েছে।

    ১২ দিনব্যাপী প্রথম বিশ্ব নারী বোলিং চ্যাম্পিয়নশিপ ১৪ আগস্ট ডেনমার্কের আলবোর্গে সমাপ্তি হয়েছে। চীনা ক্রীড়াবিদ ইয়াং হুইলিং বিশেষ বিভাগে চ্যাম্পিয়ন হন। মোট ৪০টিরও বেশী দেশ ও অঞ্চলের ক্রিড়াবিদর এবারকার চ্যাম্পিয়শিপে অংশ নিয়েছেন।

    প্রণালীর দুই তীরের পুরুষ বাস্কেটবল ক্লাবের প্রথম পর্যায়ের প্রতিযোগিতা আগস্ট মাসের শেষ দিকে চীনের ফুচৌ ও ছুয়ানচৌ শহরে অনুষ্ঠিত হবে। চিয়াংসু প্রদেশের দল ১৯ থেকে ২১ আগস্ট পর্যন্ত চীনের তাইপে দলের সঙ্গে প্রতিযোগিতা করবে। লিওনিং প্রদেশের দল ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত চীনের তাইপে পেশাগত প্রতিযোগিতার তৃতীয় ওয়েলাই শিকারী দলের সঙ্গে প্রতিযোগিতা করবে। দু'পক্ষের দ্বিতীয় প্রতিযোগিতা সেপ্টেম্বর মাসে চীনের তাইপে শহরে অনুষ্ঠিত হবে। চীনের বাস্কেটবল ফেডারেশন ও চীনের তাইপে বাস্কেটবল ফেডারেশনের মধ্যে এবারকার প্রতিযোগিতার অনুষ্ঠানে মতৈক্য হয়েছে, দু'পক্ষ আশা করে এই প্রতিযোগিতা আগামীতে ও অব্যাহত থাকবে, আগামী বছরে নারী বাস্কেটবল প্রতিযোগিতা হবে।

   

মোন্ট্রিল টেনিস প্রতিযোগিতা ১৪ আগস্ট কানাপার মোন্ট্রিল শহরে সমাপ্তি হয়েছে, স্পেনের নতুন তারকা নাদাল যুক্তরাষ্ট্রের টেনিস তারকা আগাসিকে ২:১ সেটে পরাজিত করেছেন। এই মৌসুমে তাঁর নবম ট্রফি ।