পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাঈম খান ১৫ আগস্ট ইসলামাবাদে আবারও ঘোষণা করেছেন, পাকিস্তানে কোন সন্ত্রাসবাদী ঘাঁটি নেই।
নাঈম খান নিয়মিত সাপ্তাহিক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, পাকিস্তান যথাসাথ্য প্রচেষ্টা চালিয়ে অভ্যন্তরের সন্ত্রাসবাদী ঘাঁটি নির্মূল করেছে। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর ভাষণে পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি আছে বলে সে মন্তব্য করেছেন, তা ভিত্তিহীন।
নাঈম খান আবারও ঘোষণা করেছেন, পাকিস্তান সংলাপের মাধ্যমে ভারতের সঙ্গে কাশ্মীর সমস্যাসহ যাবতীয় সমস্যা সমাধান করতে চায়, যাতে এই অঞ্চলে স্থায়ী শান্তি বাস্তবায়িত হতে পারে।
|