চীন সফররত আফ্রিকান ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান কোনারে সম্প্রতি পেইচিংয়ে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীনের উন্নয়ন আর সমৃদ্ধি আফ্রিকার পক্ষে একটি সুবর্ণ সুযোগ ।
তিনি বলেছেন , নিজের অর্থনীতির উন্নয়নের সংগে সংগে চীন বরাবরই আফ্রিকার উন্নয়নের জন্য নিজের অবদান রেখে আসছে । জাতীয় স্বাধীনতা অর্জন করা , বর্ণবৈষম্য ব্যবস্থার বিরোধিতা করা আর অর্থনীতির উন্নয়নের প্রক্রিয়ায় আফ্রিকাকে সমর্থন করে আসছে চীন ।
তিনি আশা করেন যে , চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে দু'পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের টেকসই রাজনৈতিক সংলাপ ব্যবস্থা গড়ে তোলা হবে , যাতে দু'পক্ষ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আরো আলোচনা আর কর্মসূচীপ্রণয়ন করতে পারে ।
|