ইরাকের আন্তর্বর্তীকালীন সংসদ ১৫ আগস্ট স্থায়ী সংবিধানের খসড়া দাখিল করার সময় আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।
ইরাকের আন্তর্বর্তীকালীন সংসদের স্পীকার হাজেম আল-হাসানী সংসদের সম্মেলনে ঘোষণা করেছেন যে , ইরাকের সংবিধান প্রনয়ন কমিশনকে আরো এক সপ্তাহের সময় দেবে , যাতে এই কমিশন স্থায়ী সংবিধানের খসড়া সম্পূর্ণ করার যথেষ্ট সময় পায় ।
ইরাকের অস্থায়ী সংবিধান অনুযায়ী , সংবিধান প্রনয়ন কমিশন ইরাকের আন্তর্বর্তিকালীন সংসদের কাছে স্থায়ী সংবিধান খসড়া দাখিল করার সময়সীমা ছিল ১৫ আগস্ট ।
|