ইসরাইল ১৫ তারিখ থেকে যে একতরফা কার্যকলাপ শুরু করেছে , তার উপর বিশ্ব সমাজ মনোযোগ দিয়েছে ।
ইহুদি বসতির আংশিক অধিবাসীদের বাধার দরুণ প্রত্যাহার কর্তব্য পালনকারী পুলিশ আর ইসরাইলী সৈনিকরা একই দিন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুসারে গাজা অঞ্চলের বেশির ভাগ ইহুদি বসতিতে প্রবেশ করতে পারে নি । সে দিন সন্ধ্যায় ইসরাইলের প্রধান মন্ত্রী শ্যারোন তার টেলিভিশন ভাষনে ইসরাইলের একতরফা কার্যকলাপ পরিকল্পনা বাস্তবায়নের কারণ ব্যাখ্যা করেছেন এবং দেশের একীকরণ সুরক্ষা করার আহবান জানিয়েছেন । তিনি সংগে সংগে হুঁশিয়ার করেছেন যে , যদি ইসরাইল সরে যাওয়ার সময়ে ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিদের আক্রমণের শিকার হয় , তাহলে ইসরাইল পাল্টা আক্রমণ চালাবে ।
|