v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-15 21:32:47    
১৪ আগষ্ট

cri
    ১৪ আগষ্ট ১৯০০ পেইচিংএর উপর আটটি দেশের যুক্ত বাহিনীর চূড়ান্ত আক্রমণ

    ১৯০০ সালে ১৪ আগষ্ট আটটি দেশের যুক্ত বাহিনী পেইচিংএর উপর চূড়ান্ত আক্রমণ করে। রাশিয়ার বাহিনী পেইচিংএর শিজিমেনের উপর আক্রমণ করে, জাপানের বাহিনী চাওইয়াংমেনের উপর আক্রমন করে এবং যুক্তরাষ্ট্রের বাহিনী ডংজেমেনের উপর আক্রমণ করে।

    ১৪ আগষ্ট ১৯৩৭ নানচিংএর উপর জাপানের বিমানের বোমাবর্ষণ

    ১৯৩৭ সালের ১৪ আগষ্ট দুপুরবেলায় জাপানের বিমান বাহিনীর ১৬টি বোমারু বিমান নানচিং শহরে বোমাবর্ষন করে। জাপান-বিরোধী যুদ্ধের ইতিহাসে নানচিং প্রথম বার

জাপানের বোমারু বিমানের গোলার শিকার হয়।

    ১৪ আগষ্ট ১৯৪২ আটল্যান্ডিক সনদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ

জার্মানী-সৌভিয়েত ইউনিয়ান যুদ্ধ বাঁধানোর পর , ১৯৪১ সালের ৩ জুলাই একটি বেতার ভাষণে স্টালিন বলেন, সৌভিয়েত ইউনিয়ানের দেশ-রক্ষা যুদ্ধ শুধু যে সৌভিয়েত ইউনিয়ানকে রক্ষা করা তাই নয়, জার্মানীর ফ্যাসিবাদের অত্যাচারে ইউরোপের বিভিন্ন দেশের জনগণকে সাহায্য দেওয়াও। ১৯৪১ সালের ১৩ আগষ্ট যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৪১সালের ১ আগষ্ট এই চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। পরে এই চুক্তিকে " আটল্যান্টিক সনদ" বলে ডাকা হয়।

    ১৪ আগষ্ট ১৯৫৩ সৌভিয়েত ইউনিয়ান হাইড্রোজেন বোমা বানানোর কথা ঘোষণা করে

১৯৫৩ সালের ১৪ আগষ্ট সৌভিয়েত ইউনিয়ানের তত্কালীনপ্রধান মন্ত্রী মালিনকোভ ঘোষণা করেন, সে দিন থেকে যুক্তরাষ্ট্রইযুক্তরাষ্ট্র কেবল হাইড্রোজেন বোমার অধিকারী নয়। যদিও তিনি এ বিষয়ের কোনো খুটিনাটি ব্যাখ্যা করেননি , তবু তাঁর ৪ ঘন্টা স্থায়ী একটি বক্তৃতার একটি অংশে এ ব্যাপারটি উল্লেখ করা হয়।

    ১৪ আগষ্ট ১৯৪৫ "চীন -সৌভিয়েত ইউনিয়ান মৈত্রী চুক্তি" স্বাক্ষরিত হয়

    ১৯৪৫ সালের ১৪ আগষ্ট মসকোয় গুওমিংতাং সরকারের প্রতিনিধি হুওয়াং সি জে এবং সৌভিয়েত ইউনিয়ান সরকারের প্রতিনিধি মুলোটোফের মধ্যে "চীন-সৌভিয়েত ইউনিয়ান মৈত্রী চুক্তি" স্বাক্ষরিত হয়।

    ১৪ আগষ্ট ১৯৬৩ ব্রিটেনে সবচেয়ে বড় রেলগাড়ীর ছিনতাই ঘটে

    ১৯৬৩ সালের ১৪ আগষ্ট ব্রিটেনের একটি রেলগাড়ীতে ১৫ মিনিটের মধ্যে ৫০ লক্ষ মার্কিন ডলারের নগদ অর্থ এবং অলঙ্গার ছিনতাই করা হয়। ইতিহাসে এটাকে বিশ্বের সবচেয়ে বড় ছিনতাই ঘটনা বলে গণ্য করা হয়।

    ১৪ আগষ্ট ১৯৯২ " লং মার্চ" ২ নম্বর রকেটের সাহায্যে অষ্ট্রেলিয়ার টেলিযোগযোগ উপগ্রহ উতক্ষেপন করা হয়

১৯৯২ সালের ১৪ আগষ্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চীনের শিছাং উপগ্রহ উতক্ষেপন কেন্দ্র থেকে চীনের নিজের তৈরী " লং মার্চ ২ নম্বর ই রকেটের সাহায্যে যুক্তরাষ্ট্রের তৈরী অষ্ট্রেলিয়ার টেলিযোগযোগ উতক্ষেপন করা হয়।

    ১৪ আগষ্ট ১৯৪৫ জাপান বিনা শর্তে আত্মসর্মপনের কথা ঘোষণা করে

জার্মানীর ফ্যাসিবাদীরা নিশ্চিহ্ন হওয়ার ৩ মাস পর অথার্ত ১৯৪৫ সালের ১৪ আগষ্ট জাপানী ফ্রাসিবাদীরা বিনা শর্তে আত্মসর্মপন করতে বাধ্য হয়।

    ১৪ আগষ্ট ১৯৪৭ পাকিস্তানের জন্ম

    ১৮ জুলাই ১৯৪৭ ব্রিটিশ সংসদে গৃহীত সিদ্ধান্তে উপ-মহাদেশে দুটি স্বাধীন দেশ পাকিস্তান আর ভারত প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়। তারই ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তানের এবং পরের দিন অথার্ত ১৫ আগষ্ট ভারত প্রজাতন্ত্রের জন্ম হয়।