চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোং ছুয়ান ১৫ আগস্ট পেইচিংয়ে বলেছেন , জাপানের সমরবাদী আক্রমণে সবচেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চীন তীব্রভাবে জাপান সরকারের কাছে বাস্তব পদক্ষেপে ইতিহাস থেকে শিক্ষা নেয়া , আগ্রাসী যুদ্ধের পর্যালোচনা করা এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জনগণের অনুভূতি আর ক্ষুন্ন না করার দাবি জানায় ।
খবরে প্রকাশ , জাপানের মন্ত্রিসভা আর সংসদের আংশিক সদস্য ১৪ আর ১৫ আগস্ট ইয়াসুকুনী সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ।
|