জাপানের প্রধান মন্ত্রী জুনিছিরো কোইজুমি জাপানী আক্রমণ যুদ্ধ শেষ হবার ৬০তম বার্ষিকী উপলক্ষে যে বক্তৃতা দিয়েছেন , সে সম্বন্ধে চীনের মন্তব্য জানতে চেয়ে সংবাদদাতারা প্রশ্ন করলে ১৫ আগস্ট পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোং ছুয়ান এই মত প্রকাশ করেছেন যে , জাপানকে কড়াকড়ি আর দায়িত্বশীল মনোভাব নিয়ে সঠিকভাবে সমরবাদের আগ্রাসী ইতিহাস মূল্যায়ন করতে হবে । এটা জাপানের সুদূরপ্রসারী আর মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ ।
খোং ছুয়ান বলেছেন , চীন পক্ষ প্রধান মন্ত্রী জুনিছিরো কোইজুমির বক্তৃতা লক্ষ্য করেছে । চীন আশা করে , জাপানের সরকার ও তার নেতৃবৃন্দ কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাদের সংশ্লিষ্ট মতাধিষ্ঠান আর প্রতিশ্রুতি বাস্তবায়িত করবেন ।
|