তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার স্থানীয় প্রশাসন বলেছে , চীনের রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে তিব্বতে লালু জলাভূমি সহ দু'টি জাতীয় পর্যায়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করতে অনুমোদন দিয়েছে । এই পর্যন্ত তিব্বতের জাতীয় পর্যায়ের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা অঞ্চলের সংখ্যা ৯টি হয়েছে ।
জানা গেছে , বর্তমানে লালু জলাভূমিতে কালো গলা সারস সহ ৪৩ ধরনের বুনো প্রাণী আছে । এর মধ্যে ১৫২ ধরনের জলজ প্রাণী আর ১০১ ধরনের কীট আছে ।
|