তাইওয়ান প্রনালীর দুই তীর আর হংকং ও ম্যাকাও'র বৌদ্ধ ধর্মাবলম্বীদের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট চীনের বিভিন্ন মন্দিরে চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
পেইচিংয়ের লিন কুয়াং মন্দিরে চীনের মূলভূভাগ , হংকং , আর ম্যাকাও'র ধর্মীয় নেতাদের নেতৃত্বে মোট ৩ হাজার সন্ন্যাসী সমাবেশিত হয়ে জাপানী আক্রমণ বিরোধী যুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মাতৃভূমির একত্রীকরণ , বিশ্ব শান্তি আর জনগণের সুখ বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন ।
চীনের বৌদ্ধ ধর্ম সমিতির স্থায়ী ভাইস চেয়ারম্যান সেন হুই এই মত প্রকাশ করেছেন যে , চীনের বৌদ্ধ ধর্ম মহল বিশ্বের সকল শান্তিকামী দেশ ও জনগণের সংগে আদান প্রদান ও সহযোগিতা জোরদার করবে এবং বিশ্ব শান্তি রক্ষা করার বিভিন্ন তত্পরতায় যোগদান করবে ।
|