ভারত সরকার ১৪ আগস্ট সিদ্ধান্ত নিয়েছে যে , যাত্রীবাহী বিমান ছিনতাই ঘটনা ঘটলে সরকার ছিনতাইকারীদের সংগে কোনো মতেই আলোচনা আর আপোস করবে না । ছিনতাইকৃত বিমান প্রেসিডেন্ট ভবন , সংসদ ভবন ইত্যাদি গুরুত্বপূর্ণ সরকারী অফিস ভবনের সংগে ধাক্কা লাগার আশংকা দেখা দিলে জঙ্গী বিমান তাকে ভূপাতিত করবে ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মুখার্জি বলেছেন , সরকারের প্রণীত বিমান ছিনতাই প্রতিরোধ বিষয়ক নতুন নীতি অনুযায়ী , বিমান ছিনতাই ঘটনা ঘটলে ছিনতাইকৃত বিমান যাতে ভারতের আকাশ সীমা থেকে সরে যেতে না পারে , সেজন্য তাকে বাধা দেয়ার জন্য জঙ্গী বিমান পাঠানো হবে ।
|