v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-15 21:14:38    
১৫ আগস্ট

cri
** ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের শর্তবিহীন আত্মসমর্পণ

 ১৯৪৫ সালের ১৫ আগস্ট দুপুরে জাপানের সম্রাট হিরোহিতো বেতারের মাধ্যমে দেয়া "যুদ্ধবিরতির আদেশ" দেন। তিনি "পোটসডাম ইস্তাহারে" লিপিবদ্ধ বিভিন্ন শর্ত গ্রহন করে বিনা শর্তে আত্মসমর্পণ মেনে নেন। ১৫ আগস্ট সকাল ৭টায় চীন, সোভিয়েট ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এই চারটি দেশ আলাদা আলাদাভাবে নিজ নিজ রাজধানীতে জাপানের আত্মসমর্পণের খবর ঘোষণা করে। জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের আট বছরে চীনের ২ কোটি ১০ লক্ষ সৈন্য এবং নিরীহ নাগরিক হতাহত হয়। সম্পদের ক্ষতি এবং যুদ্ধের ব্যয় ১০০ বিলিয়ন মার্কিন ডলার ।

** ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে

 ১৯৪৭ সালের ১৫ আগস্ট , ভারত ব্রিটেনের শাসন ত্যাগ করে ভারত স্বাধীনতা লাভ করে। লর্ড মাউন্ট ব্যাটেন গভর্ণর , নেহরু প্রধানমন্ত্রী নিযুক্ত হন। বৃটিশ কমনওয়েলথে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নিজম্ব অঞ্চল পাকিস্তানও সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে।

** ১৯৮৫ সালের ১৫ আগস্ট জাপানের প্রধানমন্ত্রী প্রথম বার আনুষ্ঠানিকভাবে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন

 জাপানের ইয়াসুকুনি সমাধি বিশেষ করে শোগুন যুগের পর নানা যুদ্ধে নিহতদের উত্সর্গ করার স্থান, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ক শ্রেণীর যুদ্ধ-বন্দী হিদেকি টোজো প্রমুখ সমরবাদী ব্যক্তি। ১৯৮৫ সালের ১৫ আগস্ট জাপানের প্রধানমন্ত্রী নাকাসোনে ইয়াসুহিরো এবং মন্ত্রিসভারঅন্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই তত্পরতা জাপানের দেশে-বিদেশের তীব্র প্রতিবাদ উঠে। চীন সরকার নিন্দা করেছে যে, এই তত্পরতা এশীয় জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে এবং এর কঠোরভাবে সমালোচনা করা উচিত।

** ১৯১৪ সালের ১৫ আগস্ট পানামা খাল চালু হয়

 পানামা খাল ১৯১৪ সালের ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৬ শতাব্দী থেকে মধ্য আমেরিকায় খাল নির্মানের প্রস্তাব উত্থাপনের পর থেকে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র এই খালের নির্মান প্রকল্প সম্পন্ন করা পর্যন্ত মোট তিন শ বছরের বেশী সময় লেগেছে । খালের দৈর্ঘ্য ৮২ কিলোমিটার, প্রস্থ ১৫২ থেকে ৩০৪ মিটার। পানামা খালের মাধ্যমে অটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর সংযুক্ত হয়েছে, এর বিশ্ব রণনৈতিক তাত্পর্য আছে। পানামা খালের নির্মান দুটি মহাসাগরের সমুদ্রযাত্রা অনেক কমানো দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকুলের সমুদ্রপথ আগেকার আফ্রিকান হর্নে যেতে প্রায় ১৪৮০০ কিলোমিটার কমানো হয়েছে। ইউরোপ থেকে এশিয়ার পূর্বাঞ্চলে বা অষ্ট্রেলিয়ায় যেতে প্রায় ৩২০০ কিলোমিটার সমুদ্রপথ কমানো হয়েছে।

** ১৭৬৯ সালের ১৫ আগস্ট ফরাসী রাজনীতিবিদ এবং সমরবিদ নেপোলিয়নের জন্ম

 নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালে কোর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৭৯৯ সালে তিনি অভ্যুত্থান করে সরকার প্রতিষ্ঠা করে প্রথম প্রশাসক নিযুক্ত হন। ১৮০৪ সালে সম্রাট হয়ে প্রথম ফরাসী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৮১৫ সালে শত দিন রাজ্য প্রতিষ্ঠিত হয়। ওয়াটার্লু যুদ্ধে পরাজিত হবার পর তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় । ১৮২১ সালে তিনি রোগ আক্রান্ত হয়ে এই দ্বীপে মৃত্যুবরণ করেন।