আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজায়ী ১৪ আগস্ট কাবুলে সফররত পাকিস্তানের মুসলিম লীগের মহাসচিব মুশাহিদ হোসেইনের সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে চায়।
কারজায়ী বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক অব্যাহতভাবে বিকশিত হয়েছে। আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক, এবং আলাপ-আলোচনার মাধ্যমে দু'পক্ষের অপ্রয়োজনীয় ভুল বুঝাবুঝি দূর করতে চায়।
পাকিস্তান আফগানিস্তানকে ১০ কোটি মার্কিন ডলারের পুনর্বাসন সহায়তা দিয়েছে বলে কারজায়ী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । সন্ত্রাস দমনের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে কারজায়ী তার উচ্চ মূল্যায়ন করেছেন।
|