v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-15 15:16:32    
০৮---১৫ আগস্ট, ০৫

cri
রেনমিনবি'র বিনিময় হারের উঠা-নামা ডলার , ইউরো , ইয়েন ও ওয়েনের সাথে সম্পর্কিত হবে

১০ আগষ্ট চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনের গণ ব্যাংকের মহাপরিচালক চৌ সিয়াও ছুয়ান সাংহাইয়ে বলেছেন , চীনা মুদ্রা রেন মিন পির বিনিময় হার স্থির করার সময় মার্কিন ডলার ছাড়াও-ইউরো , জাপানী ইয়েন আর দক্ষিণ কোরিয়ার স্মদ্র ওয়নের বিনিময় হার বিবেচনা করা হবে । ২১ জুলাই থেকে চীনে বাজারের চাহিদা অনুসারে একাধিক বিদেশী মুদ্রার বিনিময় হার বিবেচনা করে চীনা মুদ্রা রেন মিন পির পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা চালু হয়েছে ।

চৌ সিয়াও ছুয়ান বলেছেন , চীন তার সঙ্গে আর্থিক সম্পর্কযুক্ত দেশগুলোর মুদ্রাগুলো বেছে নিয়েছে । বর্তমানে যুক্তরাষ্ট্র , ইউরোপ , জাপান ও দক্ষিণ কোরিয়া চীনের প্রধান প্রধান বাণিজ্য অংশীদার দেশ বা অঞ্চল। তাই চীন এই সব দেশের মুদ্রা বেছে নিয়েছে ।

বিদেশী আলোকচিত্রশিল্পীদের ক্যামেরায় তিব্বতের শোভা

তিব্বতের ইতিহাস, প্রকৃতি এবং বাস্তবতা সম্বন্ধে শতাধিক চীন আর বিদেশী আলোকচিত্রশিল্পীদের তোলা ৪০০টি আলোকচিত্র ১১ আগষ্ট পেইচিংএ প্রদর্শিত হয়েছে।ছবি তোলার অভিজ্ঞতা সম্বন্ধে বিদেশী আলোকাচিত্রির তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের হাল-অবস্থার প্রশংসাকরেছেন।

নেদারল্যান্ডের আলোকচিত্রশিল্পী জানসেন জান বলেছেন, তিনি তিব্বতে যাওয়ার পর বুঝতে পেরেছেন, তিব্বত সম্বন্ধে ইউরোপীয় মানুষের ধারনা খুব সামান্য এবং অনেক ভুল বুঝাবুঝি আছে। তিব্বতী জনগণের ধর্মীয় স্বাধীনতার হালচাল আমাদের মনে গভীর ছাপ রেখেছে।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবারকার প্রদর্শনী আয়োজিত হয়েছে।

চীন : নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য সময়সীমা রাখা উচিত নয়

জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ১২ আগষ্ট নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বলেছেন , সম্প্রতি জাতিসংঘের মহাসচিব কফি আনান যে নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য আবার সয়সীমা নির্ধারণ করেছেন , তা নিরাপত্তা পরিষদের সম্প্রসারনের সমস্যা সমাধানের জন্য সহায়ক নয় ।

ওয়াং কুয়াং ইয়া বলেছেন , নিরপত্তা পরিষদের সংস্কার খুব গুরুত্বপূর্ণ এবং জরুরী । এমন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য সময়সীমা রাখা উচিত নয় । তিনি বলেছেন , আনান সময়সীমা রাখার মাধ্যমে নিরাপত্তা পরিষদের সংস্কার ত্বরান্বিত করতে চান , এই চিন্তাভাবনা ভালো , তবে বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য বাড়ানোর বিষয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর বিতর্কের বিষয় হল সংস্কারের উপায় নিয়ে বিভিন্ন পক্ষের মতামত প্রকাশ এবং মত বিনিময়ের অনুমোদন দেওয়া

শ্রীলংকায় জরুরী অবস্থা জারি

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামার ১২ আগস্ট গভীর রাতে তাঁর বাসভবনের নিকটে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এখনো কোনো গ্রুপ এই ঘটনার দায়িত্ব স্বীকার করে নি। সরকার-বিরোধী গেরিলা গ্রুপ এলটিটিই'ও এই ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে।

জাতিসংঘের মহাসচিব কফি আনান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১২ আগস্ট আলাদা আলাদাভাবে প্রকাশিত বিবৃতিতে কাদিরগামারের হত্যাকান্ডের নিন্দা করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়াং ১৩ আগষ্ট বলেছেন , শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষ্মন কাদিরগামার আততায়ীদের গুলিতে যে নিহত হয়েছেন , তাতে চীন সরকার দুঃখ আর পরিতাপ প্রকাশ করেছে । চীন সরকার তীব্রভাষায় এই সন্ত্রাসী তত্পরতার নিন্দা করেছে ।

ভারত-পাকিস্তান দ্বিতীয় দফা আর্থ-বাণিজ্যিক বৈঠকে বাস্তব ফলাফল অর্জিত হয়েছে

২০০৪ সালের প্রথম দিকে চালু করা ভারত-পাকিস্তান সার্বিক বৈঠক প্রক্রিয়ায় লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। ১০ আগস্ট নয়াদিল্লিতে সমাপ্ত দু'দেশের দ্বিতীয় দফা আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৈঠকে বাস্তব ফলাফল অর্জিত হয়েছে।

এবারকার বৈঠকে ভারতের অমৃতসর আর পাকিস্তানের লাহোর শহরের মধ্যে হাই-স্পীড অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দু'দেশের ব্যাংকের একে অপরের ভূখন্ডে শাখা স্থাপন ত্বরান্বিত করা, নানা পদ্ধতিতে পারস্পরিক স্বার্থ জড়িত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা ইত্যাদি বিষয়ে দু'পক্ষ একমত হয়েছে। তাছাড়া সামনের সেপ্টেম্বরে বিমান পরিবহন সমস্যা নিয়েও বৈঠক হবে।

পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার ১০ আগস্টের খবরে প্রকাশ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরি ঘোষণা করেছেন যে, পাকিস্তান সরকার ভারত সরকারের সঙ্গে বৈঠক করার জন্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির এলাকার প্রতিনিধিদেরকে নয়াদিল্লিতে যেতে দেবে। কাসুরি আরও বলেছেন, স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া পাক-ভারত কাশ্মির সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেছেন, কাশ্মির সমস্যা সমাধান এ অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের অনু

ব্রিটিশ রাষ্ট্রদূতঃ লন্ডনে বোমা বিস্ফোরনের ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই

পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লিয়াল গ্রান্ট ১২ আগস্ট ইসলামাবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, লন্ডনে বোমা বিস্ফোরনের ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই।

গ্রান্ট বলেছেন, লন্ডনে বিস্ফোরণ ঘটনার সন্দেহভাজন ব্যক্তিরা সবাই ব্রিটিশ নাগরিক। যদিও তাদের মধ্যে তিন জন পাকিস্তানী বংশোদ্ভূত রয়েছে, কিন্তু তারা সবাই ছোট বেলা থেকে ব্রিটেনে শিক্ষা গ্রহণ করেছে।

গ্রান্ট লন্ডনে বিস্ফোরণ ঘটনার তদন্ত কাজে পাকিস্তান সরকারের দেয়া সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

অবশেষে "ডিসকভারির" নিরাপদ প্রত্যাবর্তন

যুক্তরাষ্ট্রের "ডিসকভারি" নভোখেয়াযান যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয়সময় ৯ তারিখ রাত ৮টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডজ বিমান বাহিনীর ঘাঁটিতে সাফল্যজনকভাবে অবতরণ করেছে। এর আগে কয়েকবার প্রত্যাবর্তনের সময়সূচি নানা কারণে পিছিয়ে দেয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রীঃ সময়ের আগেই সাধারণ নির্বাচণ হবে

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি প্রতিনিধি পরিষদ ভেঙ্গে দেয়া আর নির্দিষ্ট সময়ের আগে সাধারণ নির্বাচণ অনুষ্ঠানের কথা ঘোষনা করেছেন। ৮ আগষ্ট জাপানের ডায়েটের সিনেটে ভোটের মাধ্যমে সরকারের দাখিল করা ডাক বিভাগ বেসরকারীকরণের প্রস্তাব নাকচ করা হয়েছে , এই প্রস্তাবের পক্ষে ১০৮ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ১২৫টি ভোট । জাপানের কিওডো বার্তা সংস্থার খবরে বলা হয়েছে , সিনেটে ডাক বিভাগের বেসরকারীকরণ প্রস্তাব নাকচ হওয়ার পর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক জরুরী অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

ডাক বিভাগের বেসরকারীকরণ জুনিছিরো কোইজুমি সরকারের প্রধান তিনটি সংস্কারের অন্যতম । সংশ্লিষ্ট বিল অনুসারে জাপানের ডাক বিভাগ ২০১৭ সালের আগে বেসরকারীকরণ বাস্তবায়িত হবে । কিন্তু জাপানের বিভিন্ন মহল এই সংস্কার সম্বন্ধে ভিন্ন মত পোষন করে । যারা এই সংস্কারের বিরোধিতা করেন , তারা মনে করেন , বেসরকারীকরণ বাস্তবায়নের পর ডাক অফিসের সংখ্যা কমবে , বেকারের সংখ্যা বাড়বে এবং পরিসেবার মানের অবনতি হবে ।

ইন্দোনেশিয়া সরকার ও "আচেহ মুক্তি আন্দোলন" শান্তি চুক্তি স্বাক্ষর করবে

৯ আগস্ট ইন্দোনেশিয়ার শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আহটিসারির অফিস ঘোষণা করেছে, ইন্দোনেশিয়া সরকার ও আচেহ মুক্তি আন্দোলনের প্রতিনিধিরা ১৫ আগস্ট শান্তি চুক্তি স্বাক্ষর করবে।

আহটিসারি এবং ই ইউ ও ফিনল্যান্ডের প্রতিনিধিরা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।

রাশিয়াঃ সংলাপই কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধানের একমাত্র উপায়

দূরপ্রাচ্যের ফেডারেল অঞ্চলে নিযুক্ত রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি পুলিকোভস্কী ১৪ আগস্ট বলেছেন , সহিষ্ণু আর গঠনমূলক শান্তি সংলাপ আয়োজন করা কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় । রাশিয়া পক্ষ নিবিড়ভাবে পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নজর রাখবে ।

খবরে প্রকাশ , জাপানের ঔপনিবেশিক শাসনের কবল থেকে কোরীয় উপদ্বীপের মুক্তি পাওয়ার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে অংশ নিতে উত্তর কোরিয়ায় যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন । ৬০ বছর আগে উত্তর কোরিয়া জাপানের ঔপনিবেশিক শাসনের কবল থেকে যে মুক্তি পেয়েছে , তার প্রতি অভিনন্দন জানিয়ে তিনি উত্তর কোরীয় নেতা কিম জং ইলের কাছে প্রেসিডেন্ট পুতিনের একটি চিঠিও পৌঁছে দেবেন ।

বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার আহবান: উত্তর কোরিয়াকে জরুরী খাদ্য সাহায্য দেন

বিশ্ব খাদ্য কর্মসূচীর কার্য-নির্বাহী পরিচালক জেমস মোরিস ৯ আগষ্ট আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে উত্তর কোরিয়াকে নতুন জরুরী খাদ্য সাহায্য দেওয়ার আহবান জানিয়েছেন, যাতে উত্তর কোরিয়ার ক্ষুধা-পীড়িত মানুষ এ বছরের শেষ নাগাদ বাঁচতে পারেন।

বিশ্ব খাদ্য কর্মসূচী একইদিন নিউইয়র্কস্থ জাতি সংঘের সদর তপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ খুব গুরুতর এবং এই বছরের দ্বিতীয়ার্ধে তার আরও অবনতির সম্ভাবনা আছে। এই সংস্থার খাদ্যের মজুদের পরিমাণে ঘাটতি দেখা দিয়েছে বলে বাধ্য হয়ে কয়েক মাস আগে উত্তর কোরিয়ার প্রতি খাদ্য সাহায্য কমিয়েছে।

মোরিস সাহায্যদাতাদের উদ্দেশ্যে অবিলম্বে উত্তর কোরিয়াকে কমপক্ষে ১ লক্ষ ৪০ হাজার টন নতুন খাদ্য সাহায্য দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষুধিত জনতাকে সাহায্য দেয়া হচ্ছে শ্রেষ্ঠ উপায়।

সুদানের নয়া ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহণ

১১ আগস্ট সুদান গণ মুক্তি আন্দোলনের নেতা মায়ার্ডিট সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণাঞ্চল সরকারের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি গত মাসে বিমান দুর্ঘটনায় নিহত গারাংয়ের স্থলাভিষিক্ত হলেন।

সুদানের প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মায়ার্ডিট বলেছেন, তিনি সুদান গণ মুক্তি আন্দোলনকে নেতৃত্ব দিয়ে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে অবিচল থাকবেন, এবং বাসিরের নেতৃত্বাধীন ক্ষমতাসীন পার্টি সুদান জাতীয় কংগ্রেস পার্টির সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়নের প্রয়াস চালাবেন।