ভারতের মোম্বাই শহরের একজন সরকারী কর্মকর্তা ১৩ আগষ্ট স্বীকার করেছেন যে, বন্যা পরের সংক্রামক রোগে মোম্বাই ও কাছাকাছি এলাকায় কমপক্ষ ১২৫জন মৃত্যুবরণ করেছে। তাছাড়া, চার হাজার তিন শো লোক রোগে আক্রান্ত হয়েছে।
এই কর্মকর্তা বলেছেন, বর্তমানে প্রধান সংক্রামক রোগ যেমন ডেঙ্গুঁজ্বর , ম্যালেরিয়া ইত্যাদি। জানা গেছে, সংখ্যাগরিষ্ঠ রোগী মোম্বাই উপকন্ঠের বস্তি এলাকার বাসিন্দা।
মোম্বাই শহরের সরকারী কর্তৃপক্ষ বলেছে, রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
|