চীনের শিক্ষা মন্ত্রণালয়ের পেশাগত শিক্ষা এবং বয়স্ক শিক্ষা বিভাগের উপ-পরিচালক লিউ চাং শান সম্প্রতি ছুনছিংয়ে বলেছেন, চীন নতুন ধরনের শিল্পায়নের পথে চলছে, তাই জোরালোভাবে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ উন্নয়ন করা দরকার।
পেশাগত শিক্ষাও প্রশিক্ষণ সংক্রান্ত এক ফোরামে লিউ চাং শান বলেছেন, বর্তমানে চীনের শ্রমিকদের মধ্যে পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণকারী শ্রমিকের সংখ্যা খুব কম। কিন্তু অর্থনৈতিক কাঠামোর সুবিন্যস্ত করতে এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণকারী শ্রমিকদের চাহিদা নিরন্তরভাবে বাড়বে।
জানা গেছে, চীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী তিন বছরের মধ্যে পেশাগত শিক্ষা বা প্রশিক্ষন উন্নয়নের জন্য কমপক্ষে ৩৬০ কোটি ইউয়েন রেনমিনপি ব্যয় করবে। ২০০৭ সাল পর্যন্ত চীনের মধ্য শ্রেণীর পেশাগত শিক্ষার আকার সাধারণ উচ্চ মাধ্যমিক স্কুলের সমান হবে বলে ধারনা করা হচ্ছে।
|